নিজস্ব সংবাদদাতা: টলিউডের নতুন পদে এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কোয়েল মল্লিক। এই কথা প্রথমবার জানালেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। মুক্তি পেল সায়ন্তন ঘোষাল পরিচালিত 'সোনার কেল্লায় যকের ধন' ছবি ট্রেলার। এই ছবিতে বহুদিন পর আবার একসঙ্গে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিককে। 

 

 

 

 

এই ছবির ট্রেলারের আঙ্গিকে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিককে প্রশ্ন করা হয় তাঁদের কাছে জীবনের পরশ পাথর কী? হবু বাবা পরমব্রতর জবাব, "গৌরবের একটি পরশ পাথর আছে। কেয়েলের দুটি পরশপাথর আছে এবং আমার পরশপাথর কিছুদিনের মধ্যে আসবে।" অর্থাৎ তাঁদের সন্তানদের নিয়ে এই কথা বলেন পরমব্রত।

 

 

 

এদিন দুই সন্তানের মা কোয়েল মল্লিক হবু বাবা পরমব্রত চট্টোপাধ্যায় কে কী পরামর্শ দিলেন? কোয়েল বলেন, "এর আগে গৌরবকেও আমি অনেক কিছু বলেছি। যখন জানতে পারি পরমের এই সুখবর, তখন থেকেই ওকে বলতে থাকি এখন থেকেই ভাবো কোন স্কুলে ভর্তি করবে, কীভাবে মানুষ করবে। আসলে মা-বাবা হওয়া একটা দারুন অনুভূতি, সেটা না হলে ঠিক বোঝা যায় না। বহু মানুষ নানা ধরনের কথা বলেন এটা করবে ওটা করবে না। যতক্ষণ না সন্তানকে হচ্ছে বা নিজের কোলে নেওয়া হচ্ছে কতক্ষণ সেই আসল অনুভূতিটা আসে না।"

 

 

 

কোয়েলের এই কথা শোনা মাত্রই পরমব্রত জানান, টলিউডের দু'জন মানুষ চিফ প্যারেন্টিং অ্যাডভাইসারি কমিটির সদস্য, একজন হলেন শুভশ্রী আর একজন হলেন কোয়েল। আসলে এই জনপ্রিয় দুই অভিনেত্রী দুই সন্তানের মা। তবে তাঁদের তা দেখে বোঝার উপায় নেই। একদিকে দারুণ দক্ষ হাতে দুই সন্তানকে মানুষ করছেন। অন্যদিকে নিজেদের কাজ করছেন। একদিকে তাঁরা যেমন সফল অভিনেত্রী, তেমন অবশ্যই সফল মা। তাই মজার ছলে শুভশ্রী এবং কোয়েলকে এই বিশেষ কমিটির দায়িত্ব দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।