সংবাদ সংস্থা মুম্বই: টানা তিনটি সুপারহিট সিজনের পর, ‘পঞ্চায়েত’ এখন দর্শকদের একেবারে প্রিয় সিরিজে পরিণত হয়েছে। এবার সিরিজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা এক দারুণ চমক দিলেন—ঘোষণা সারা হল ‘পঞ্চায়েত সিজন ৪’-এর মুক্তির তারিখের!
সংবাদ সংস্থা মুম্বই: টানা তিনটি সুপারহিট সিজনের পর, ‘পঞ্চায়েত’ এখন দর্শকদের একেবারে প্রিয় সিরিজে পরিণত হয়েছে। এবার সিরিজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা এক দারুণ চমক দিলেন—ঘোষণা সারা হল ‘পঞ্চায়েত সিজন ৪’-এর মুক্তির তারিখের!
প্রাইম ভিডিও ইনস্টাগ্রামে এক মজার ভিডিও পোস্টের মাধ্যমে করা হল ‘পঞ্চায়েত ৪’-এর আনুষ্ঠানিক ঘোষণা। তবে এটা কোনও সাধারণ ঘোষণা নয়, এতে রয়েছে হাসির ফোয়ারা, নস্টাল জিয়ার একগুচ্ছ উপাদান আর একগুচ্ছ মজার মুহূর্ত! ভিডিওতে দেখা যায় ‘সাথ নিভানা সাথিয়া’-খ্যাত ‘গোপী’ বহু ওরফে জিয়া মানেক, যিনি বই ধুয়ে মজা করে বলছেন — “পঞ্চায়েত তো সমাজমাধ্যমে তৈরি হওয়া সব মিমের সাফল্যে কেড়ে নিয়ে নিয়েছে!”
এরপরেই মঞ্চে হাজির হলেন জিতেন্দ্র কুমার, যিনি সরাসরি বললেন— “ইন্টারনেট একটা মিম চায়, যা পুরো বিশ্ব কাঁপাবে! ভাইরাল হওয়ার জন্য ছোটাছুটি করো না, নিজের মুহূর্ত তৈরি করো!” এখানেই শেষ নয়। হঠাৎ করেই তিনি ‘কোটা ফ্যাক্টরি’-তে নিজের অভিনীত 'জিতু ভাইয়া'র চরিত্রে ঢুকে দর্শকের প্রশ্ন ছুঁড়ে দেন— “পঞ্চায়েত ৫ বছরে পা দিল, আর তুমি? আগামী পাঁচ বছরে কোথায় থাকবে?" তারপরেই জিতেন্দ্র কুমার জানিয়ে দেন, “পঞ্চায়েত সিজন ৪ এই বছরই আসছে!”
কত তারিখে? ভিডিওর একেবারে শেষে ফুটে ওঠে একটি তারিখ। ২ জুলাই।