পলাশ মুচ্ছল ফের আলোচনার কেন্দ্রে। ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার সঙ্গে তাঁর বিয়ে স্থগিত হওয়ার কয়েক দিনের মধ্যেই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে তাঁকে দেখা গেল ভক্তদের ভিড়ের মাঝে শান্ত হয়ে বসে থাকতে। মুখে মাস্ক, হাতে এখনও লেগে থাকা মেহেন্দির দাগ—স্বভাবতই নজর কেড়েছে এই উপস্থিতি। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। ঠিক এই সময়েই পলাশ–স্মৃতির সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে জোর জল্পনা চলছে। বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই নানা গুঞ্জন এবং অনুমান আরও বেশি করে মাথাচাড়া দিয়েছে। অনেকেই মনে করছেন, জীবনে বয়ে চলা ঝড়ের মাঝে কিছুটা শান্তির খোঁজেই হয়তো সেখানে ঠাঁই নিয়েছেন তিনি।
২৩ নভেম্বর সাংলিতে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়, ফলে পরিবারের পক্ষ থেকে বিয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই স্ট্রেস–জনিত সমস্যায় পলাশও হাসপাতালে ভর্তি হন। পরে দু’জনেই ছুটি পান। দুই পরিবারের তরফে জানানো হয়, শুধুমাত্র স্বাস্থ্যজনিত কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। তবে এই নীরবতার সুযোগেই অনলাইনে নানা রটনা। দু’জনের মনোমালিন্য থেকে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ— নানা বিষয়ে চলতে থাকে চর্চা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল, বিয়ে নতুন তারিখ হিসাবে ৭ ডিসেম্বর বেছে নিয়েছেন তাঁরা। এই খবর সম্পূর্ণ উড়িয়ে দেন স্মৃতির ভাই শ্রাবণ মন্ধানা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই তারিখগুলো কোথা থেকে আসছে আমি জানি না। এখনও পর্যন্ত বিয়ে স্থগিতই রয়েছে।”
বর্তমানে কোনও নতুন বিয়ের তারিখ ঠিক হয়নি। স্মৃতি আপাতত তাঁর অসুস্থ বাবার পাশে রয়েছেন। আর পলাশ ব্যক্তিগত জীবন নিয়ে নীরব। যাবতীয় আলোচনার বাইরে রাখছেন নিজেকে। অনলাইনে নানা গুঞ্জন ছড়ালেও সম্পর্ক নিয়ে স্মৃতি বা পলাশ—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে অনুরাগীরা এখনও অপেক্ষায়, কবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে এই জুটি।
কয়েকদিন আগে নেটমাধ্যমে গুঞ্জন উঠেছিল যে এক নৃত্যপরিচালকের সঙ্গে নাকি পলাশের অবৈধ সম্পর্ক ছিল। নন্দিকা দ্বিবেদী এবং গুলনাজের মতো কয়েকজনের নামও ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁরা দু’জনেই প্রকাশ্যে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।
বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতি মন্ধানা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সমস্ত বিবাহ–সংক্রান্ত পোস্ট মুছে দেন, যার মধ্যে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পলাশের প্রোপজালের ভাইরাল ভিডিওটিও ছিল।
