আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মানহানির মামলা করলেন পলাশ
সম্প্রতি সঙ্গীত পরিচালক ও গায়ক পলাশ মুছল-কে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ভারতের মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে তাঁর বিয়ে বাতিল হওয়ার খবরের পর এবার তিনি এক নতুন আইনি জটিলতায় জড়িয়েছেন। একজন মারাঠি অভিনেতা ও প্রযোজক অভিযোগ করেছেন যে, পলাশ তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই অভিযোগের পাল্টা জবাব দিতে পলাশ এখন কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি ওই প্রযোজকের বিরুদ্ধে ১০ কোটি টাকার একটি মানহানির মামলা ঠুকে দিয়েছেন। শনিবার সমাজমাধ্যমে পলাশ লেখেন,
'আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য করা এই মিথ্যা এবং আপত্তিকর অভিযোগের জন্য আমার আইনজীবী শ্রেয়াংশ মিথারের মাধ্যমে সাংলি-র ওই বাসিন্দাকে ১০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে।" পলাশের দাবি, তাঁর চরিত্রে দাগ লাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে।
মোদীর দ্বারস্থ জুবিনের পরিবার
প্রয়াত গায়ক জুবিন গর্গের পরিবার শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি জমা দিয়েছেন। এই চিঠিতে তাঁরা জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় একটি বিশেষ আদালত গঠন, অসমে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা এবং সিঙ্গাপুরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। ওই চিঠিতে প্রয়াত গায়কের পরিবার উল্লেখ করেছে যে, ভারতের সংবিধান এবং সরকারের ন্যায়বিচারের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, তার ওপর পূর্ণ আস্থা রেখেই তাঁরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যু কেবল তাঁর পরিবারকে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি অসমীয়া মানুষকে শোকস্তব্ধ করেছে। এই মৃত্যুর ঘটনায় স্বচ্ছতা এবং আইনি পদক্ষেপের জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জুবিনের পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ঘটনার পরপরই সিঙ্গাপুর কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে আইনি প্রক্রিয়া শুরু করেছে। এখন তাঁরা ভারত সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপের আশা করছেন যাতে প্রকৃত সত্যিটা সবার সামনে আসে এবং দ্রুত এর বিচার হয়।
দিলজিতকে নিয়ে কী বললেন সোনম?
'হাউসফুল ৫'-এর মাধ্যমে বলিউডে পা রাখার পর সোনম বাজওয়া এখন দর্শকের প্রশংসা কুড়োচ্ছেন 'বর্ডার ২'-এর জন্য। এই ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরেছে সোনম-দিলজিৎ দোসাঞ্জ জুটি। এর আগে পাঞ্জাবি ছবি 'পাঞ্জাব ১৯৮৪', 'সর্দার জি', 'সুপার সিং' এবং 'হোসলা রাখ'-এর মতো সুপারহিট সব কাজে তাঁদের রসায়ন দেখা গিয়েছে। আবারও নাকি তাঁরা একসঙ্গে কাজ করবেন! সম্প্রতি, এক সাক্ষাৎকারে সোনম বলেন, “দিলজিতের সঙ্গে কাজ করতে আমি বরাবরই খুব পছন্দ করি। আমরা 'পাঞ্জাব ১৯৮৪'-এর মতো আবেগঘন সিনেমার পাশাপাশি বেশ কিছু রোমান্টিক কমেডি এবং হালকা মেজাজের ছবিতেও কাজ করেছি। এবার অনুভূতিটা একটু অন্যরকম, কারণ 'বর্ডার ২' পরিচালনা করেছেন অনুরাগ সিং—যিনি আমাদের 'পাঞ্জাব ১৯৮৪' সিনেমারও পরিচালক ছিলেন। তাঁদের সঙ্গে ওটাই ছিল আমার প্রথম কাজ। তাই আবার সবাই একসঙ্গে হওয়ায় আমার কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। দিলজিৎ আমার অন্যতম প্রিয় শিল্পী, আর তাঁর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি।” এরপর তিনি এ-ও জানান আগামীতে আবারও দিলজিতের সঙ্গে কাজের ইচ্ছে আছে তাঁর।
