জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস ওটিটি ২-এর বিজয়ী এলভিশ যাদবের গুরগাঁওয়ের সেক্টর ৫৭-র বাড়িতে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় পাঁচটা ৩০ মিনিট থেকে ছ'টার মধ্যে তিনজন মুখোশধারী বাইক আরোহী বাড়ির সামনে এসে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় আতঙ্কে কেঁপে ওঠে সমগ্র এলাকা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাড়ির বাইরের গেট, জানালা ও দেওয়াল লক্ষ্য করে প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে চারপাশে হইচই পড়ে যায়। যদিও এলভিশ বাড়িতে উপস্থিত ছিলেন না, পরিবারের কয়েকজন সদস্য ও পরিচারক তখন ভিতরে ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। তবে বাড়ির কাচ ভেঙে যায়, দেয়ালে একাধিক বুলেটের ছিদ্র স্পষ্টভাবে ধরা পড়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গুরগাঁও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়ি ঘিরে ফেলে। ফরেনসিক টিম গুলিগুলো সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি চালানোর পর মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তকারীরা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু জানাতে চাইছেন না, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Haryana: Visuals from the residence of YouTuber and Big Boss OTT winner Elvish Yadav in Gurugram, where three masked miscreants opened fire at around 5:30 AM this morning. pic.twitter.com/dfABTnW82g
— ANI (@ANI)Tweet by @ANI
উল্লেখযোগ্য যে, এলভিশ যাদব সম্প্রতি সাপের বিষ চক্রে জড়িত থাকার অভিযোগে শিরোনামে এসেছিলেন। সেই মামলাটি বর্তমানে আদালতের নজরদারিতে রয়েছে। পুলিশের একাংশের অনুমান, সাম্প্রতিক বিতর্ক ও এই হামলার মধ্যে কোনও যোগসূত্র থাকতে পারে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলভিশ যাদবের ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, সাপের বিষ চক্রের ঘটনার সূত্রপাত গত বছর। নয়ডার একটি রেভ পার্টি থেকে সাপের বিষের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরপরেই সেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযোগ, ওই রেভ পার্টিতে কোবরা এবং ক্রেট প্রজাতির সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকেই ওই বিষের নমুনা সংগ্রহ করা হয়েছিল।নয়ডা সেক্টর ৫১-য় একটি সাপ চোরাপাচার চক্র পুলিশের সামনে আসে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৫ ব্যক্তিকে। জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছিল যে, এলভিশ যাদবের আয়োজন করা পার্টিতে তারা সাপের বিষ সরবরাহ করত।
ভারতীয় দণ্ডবিধি এবং বন্যপ্রাণ (সুরক্ষা) আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছিল। নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগে এলভিশ যাদব এবং পাঁচ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মানেকা গান্ধি পরিচালিত এনজিও পিওপল ফর অ্যানিম্যালস।এই ঘটনা প্রকাশ্যে আনার জন্য একটি স্টিং অপারেশন করেছিল তারা। ওই এনজিও-র তরফে এলভিশকে একটি রেভ পার্টি আয়োজন করে কোবরা সাপের বিষ আনানোর নির্দেশ দেওয়া হয়েছিল।এরপরে দু’টি সাপ নিয়ে এলভিশ যাদবের একটি ভিডিও প্রকাশ্যে আসে। প্রথমে অবশ্য এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
