‘মসান’-এর দশ বছর পরে পরিচালক নীরজ ঘেওয়ান তৈরি করেছেন তাঁর কেরিয়ারের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘হোমবাউন্ড’। আগামী বছরে অস্কারের দৌঁড়ে ভারতের হয়ে লড়বে এই ছবি। গত ২১ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শন শেষ হওয়ার পরে দর্শকেরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন ছবিটির নির্মাতাদের। সারা পৃথিবীর সিনেমা-বিদগ্ধ মহলে সাড়া ফেলে দিয়েছে এই ছবি। ছবিতে মহম্মদ শোয়েব আলির ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খট্টর। চন্দন কুমারেরর ভূমিকায় বিশাল জেঠওয়া। চন্দনের প্রেমিকার ভূমিকায় আদ্যন্ত ‘ডিগ্ল্যামারাইজড’ জাহ্নবী কপূর। বাকি সমস্ত অভিনেতা-অভিনেত্রী প্রায় অনামি। কেউ কেউ নাটকের মঞ্চ থেকে এসেছেন।

 

 

 

এবার ‘হোমবাউন্ড’-এর মুকুটে যোগ হল নয়া পালক । নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছিল এক অনন্য সিনেমা সন্ধ্যার। অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি নিজে আয়োজন করলেন ভারতীয় সিনেমা ‘হোমবাউন্ড’-এর বিশেষ প্রদর্শনী। ছবিটির প্রদর্শনের পর পরিচালক নীরাজ ঘেওয়ানের সঙ্গে জমে ওঠে এক অন্তর্দৃষ্টিপূর্ণ কথোপকথন, যেখানে স্করসেসির উপস্থিতি যেন মুহূর্তটিকে সিনেমা ইতিহাসের পাতায় অমর করে দেয়। জানিয়ে রাখা ভাল, এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে  রয়েছেন স্করসেসি স্বয়ং! 

 

 

 

কান চলচ্চিত্র উৎসবে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর ‘হোমবাউন্ড’ এখন ভারতের তরফে অস্কারের ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র’-এর জন্য মনোনীত। প্রদর্শনীর আগে লাল গালিচায় একসঙ্গে পোজ দিলেন মার্টিন স্করসেসি, নীরাজ ঘেওয়ান এবং দুই প্রধান অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া। দু’জনেই ছবিতে দুই বন্ধু শোয়েব ও চন্দনের চরিত্রে অভিনয় করেছেন।

 

নীরাজ জানিয়েছেন, ‘হোমবাউন্ড’ প্রেরণা পেয়েছে বশারত পীরের ২০২০ সালের নিউ ইয়র্ক টাইমস–এ প্রকাশিত এক প্রবন্ধ থেকে, যেখানে লকডাউনের সময়ে দুই বন্ধুর জীবনের টানাপোড়েন উঠে এসেছে। ধর্মা প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমা নিয়ে করণের সংস্থার মন্তব্য, “এ ছিল এক স্মরণীয় রাত, যেখানে সিনেমার মহারথীদের পাশে দাঁড়িয়ে উদযাপন করল আমাদের যাত্রা।”

 

প্রদর্শনীর পর এক্স -এ নীরজ লিখেছেন, “এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, মার্টিন স্করসেসির সামনে বসে কথা বলার সুযোগ।” তিনি আরও জানান, স্করসেসি বুঝতে পেরেছিলেন যে তিনি ভীষণ নার্ভাস হয়ে রয়েছেন। নীরজের কথায়, “তখন উনি মজার ছলে বললেন, একবার ভুল করে নাকি তাঁকে হিলসাইড স্ট্র্যাংলার ভেবে গ্রেফতার করতে গিয়েছিল কেউ! সেই গল্প শুনেই আমার সমস্ত টেনশন উধাও।”

 

এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ও পরিচালক মীরা নায়ারও, যারা এই ছবির অস্কার অভিযানে পাশে দাঁড়িয়েছেন প্রথম থেকেই। প্রসঙ্গত , ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছে সেপ্টেম্বরের ২৬ তারিখে। ‘হোমবাউন্ড’ ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল মুখ। কান থেকে নিউ ইয়র্ক এবার লক্ষ্য একটাই, অস্কারের মঞ্চে দেশের গর্ব হয়ে ওঠা।