২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় খ্রিস্টের জন্মদিবস। বড়দিন। তবে এই দিনের মাহাত্ম্য অভিনেতা দেব-ভক্তদের কাছে আরও একটু বেশি স্পেশ্যাল। এই দিন যে তাঁদের পছন্দের তারকারও জন্মদিন। এদিন ৪৫-এ পড়লেন দেব। ক্রিসমাস মানেই দেব একটা নতুন ছবি নিয়ে আসবেন অনুরাগীদের জন্য, এ যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এ বছরও সেই নিয়মের ব্যাতিক্রম হয়নি। এদিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি ২’।  তবে এতেই শেষ নয়। অনুরাগীদের জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে নিজের আগামী ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন দেব নিজেই! ছবির নাম, ‘অ্যাম্বুল্যান্স দাদা’। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)