২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় খ্রিস্টের জন্মদিবস। বড়দিন। তবে এই দিনের মাহাত্ম্য অভিনেতা দেব-ভক্তদের কাছে আরও একটু বেশি স্পেশ্যাল। এই দিন যে তাঁদের পছন্দের তারকারও জন্মদিন। এদিন ৪৫-এ পড়লেন দেব। ক্রিসমাস মানেই দেব একটা নতুন ছবি নিয়ে আসবেন অনুরাগীদের জন্য, এ যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এ বছরও সেই নিয়মের ব্যাতিক্রম হয়নি। এদিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি ২’। তবে এতেই শেষ নয়। অনুরাগীদের জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে নিজের আগামী ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন দেব নিজেই! ছবির নাম, ‘অ্যাম্বুল্যান্স দাদা’।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের রূপকথাসম জীবনের গল্প থেকে এই ছবি তৈরি হতে চলেছে। বাঘা যতীন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-র পর আরও একবার বাস্তব জীবনের চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি তৈরি করছেন দেব। বাস্তব জীবনের এক নায়কের অনন্য গল্প, মানুষের পাশে থাকার গল্প নিয়েই এই ছবি। পরিচালনায় বিনয় এম মুদগিল।জলপাইগুড়ি জেলার ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক। সহজ-সরল মানুষটির সেই অসামান্য জীবনের গল্প-ই এবার রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন লেখক ও পরিচালক বিনয় মুদগল। ২০২৯ সালেই জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরিচালক বিনয় মুদগল জানিয়েছিলেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’কে নিয়ে তাঁর ছবি তৈরির স্বপ্নের কথা।
‘অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি বাইক নিয়ে ভাঙাচোরা কাঠের সাঁকোর উপর দিয়ে ছুটে চলেছেন দেব। দূরে দেখা যাচ্ছে এলোমেলো পাহাড়ের সারি। পোস্টারে প্রথমেই নজর কাড়ে দেবের ডি-গ্ল্যাম লুক। ট্রাউজার্সের সঙ্গে পায়ে চামড়ার চটি, গায়ে শার্ট-হাফ হাতা সোয়েটারের উপর জড়িয়ে থাকা চাদরে দেব যেন মফঃস্বলের কোনও যুবক। ছোট করে কাটা চুল এবং গালে হালকা না কামানো দাড়িতে দেবের এই লুক আগে দেখা যায়নি। আরও দেখা যাচ্ছে, বাইকে দেবের পিঠের উপর মাথা এলিয়ে শুয়ে রয়েছেন এক মুমূর্ষ প্রৌঢ়, যার জন্য স্যালাইনের বোতল ওই বাইকে বসেই এক হাত উঁচিয়ে ধরে রেখেছেন পার্থ সারথি। বহু বছর পর ফের এক ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। এবং এই মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে দেশের জাতীয় সংগীত।
এই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। প্রসঙ্গত, সূত্রের এই খবর পাওয়া অবধি অঙ্কিতাই হচ্ছেন দেবের পরবর্তী ছবির নায়িকা। তবে পরবর্তীতে যদি কোনও পরিবর্তন হয় কাস্টিংয়ে সেটাও জানা যাবে আগামী দিনে। দেব এর আগে তাঁর ছবিতে একাধিক ছোটপর্দার নায়িকাদের সুযোগ দিয়েছেন। তাঁর ‘প্রজাপতি’ ছবিটির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন 'যমুনা ঢাকি' ওরফে শ্বেতা ভট্টাচার্য। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল এই ছবি। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে যে ছবি মুক্তি পাচ্ছে অর্থাৎ ‘প্রজাপতি ২’-তে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তিনিও ছোটপর্দার চেনা মুখ। ‘বঁধূয়া’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার পালা অঙ্কিতা মল্লিকের।
প্রসঙ্গত, করিমুল হকের জীবনের গল্প নিজেই এক অনুপ্রেরণা। মাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না পারার যন্ত্রণা থেকেই জন্ম তাঁর লড়াইয়ের। যাতে অন্য কেউ এই বেদনার স্বাদ না পায়, তাই নিজের বাইককেই বানিয়েছিলেন অ্যাম্বুল্যান্স। দুর্গম গ্রাম থেকে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বছরের পর বছর অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। সেই মানবিক কাহিনিই এবার আসছে রুপালি পর্দায়।
একদিকে ‘প্রজাপতি ২’-এর সাফল্যের প্রত্যাশা, অন্যদিকে ‘অ্যাম্বুল্যান্স দাদা’-র আবির্ভাব। দেবের জন্মদিন যেন অনুরাগীদের জন্য সত্যিই হয়ে উঠল ডাবল সেলিব্রেশন। এখন দেখার, বাস্তবের নায়কের এই অসামান্য যাত্রা বড়পর্দায় কতটা নতুন আলো ছড়ায়।