ছ’বছর আগে তৈরি হলেও নানা কারণে আটকে থাকা সৃজিত মুখোপাধ্যায়ের ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ অবশেষে মুক্তি পেতে চলেছে আড্ডাটাইমসে। সৃজিতের হাত ধরে আবারও ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। পাশে থাকবে তোপসে কল্পন মিত্র, আর জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। গল্পের পটভূমি এবার সীমান্ত পেরিয়ে নেপালের বুকে। কাঠমান্ডুর রহস্যময় পথে দর্শকদের সঙ্গে নিয়ে যাবেন ফেলুদা, খুলে দেবেন জটিল রহস্যের তালা।
দর্শক মহলের একাংশ জানেন ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ তৈরি হয়েছিল অনেক আগেই। ২০২০ সালে আড্ডা টাইমসে ‘ফেলুদা ফেরত’ দিয়েই সৃজিতের ফেলুদা-যাত্রা শুরু। এরপর একে একে এল ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। কিন্তু এই সিরিজ, যা তৈরি হয়েছিল ‘ছিন্নমস্তার অভিশাপ’ -এর সময়েই। তখন নানা জটিলতা তৈরি হওয়ায় আর মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। তবে এবার খবর, সৃজিতের মধ্যস্থতায় নাকি জটিলতা কেটেছে। তাই সময় লাগলেও আড্ডাটাইমসে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
দিনের পর দিন, মাসের পর মাস কেটে গিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দর্শকদের অপেক্ষাও। এদিকে ওই সিরিজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি আড্ডাটাইমস কর্তৃপক্ষ। এমনকী সিরিজটির পরিচালক সৃজিতও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিল। শেষে ওটিটি বদলে তিনি ফেলুদা নিয়ে হইচইয়ে চলে যান। সেখানেই মুক্তি পায় ফেলুদার নতুন গল্প 'দার্জিলিং জমজমাট'। সে সিরিজের সাফল্যের পর 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর ঘোষণাও হয়ে যায়।
আরও পড়ুন: প্লুটোর মৃত্যুর পর বিরাট চমক দিল 'চিরসখা'! সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে জায়গা হল কার?
শুক্রবার সিরিজ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করেন সৃজিত। তাঁর পাশে দেখা গেল টোটা, অনির্বাণ, কল্পনকেও। প্রত্যেককেই সিরিজের চরিত্রের সাজে দেখা গেল। ভিডিওতে সৃজিতকে বলতে শোনা গেল, "বহু রহস্যের জট তৈরি হল, বহু রহস্যের জট আবার খুলেও গেল। রায়বাবুর আশীর্বাদে আসমুদ্রহিমাচলের কোণায় কোণায় দুষ্টু লোকেদের শায়েস্তা করে চলেছে ফেলুদা। এবার ফেলুদা আসছে নতুন অভিযানে। এবার পুজোয় রহস্য ঘনাবে কাঠমান্ডুতে। আমার শেষ ফেলুদা সিরিজ আড্ডাটাইমসে আসছে এই পুজোয়।"
