বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হল। এই মঞ্চে বলিউডের সেরা প্রতিভারা পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শনিবার সন্ধে গড়ানোর সঙ্গে সঙ্গে, সেরা ডেবিউ (নারী) বিভাগের পুরস্কারটি এমন একজন অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হল যিনি তাঁর মন ভোলানো হাসি এবং নিঁখুত অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। হ্যাঁ! কথা হচ্ছে 'লাপাতা লেডিস' খ্যাত প্রিয় অভিনেত্রী নিতাংশী গোয়েলের। শনিবার তাঁর প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন এই অষ্টাদশী অভিনেত্রী।
গুজরাটের আহমেদাবাদের অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫। এই মঞ্চে সেরা ডেবিউ (নারী) বিভাগে বিজয়ী হয়েছেন নিতাংশী গোয়েল। তাঁর অভিনীত ছবি 'লাপাতা লেডিস'-এর জন্য তিনি এই সম্মান অর্জন করেছেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান, করণ জোহর, এবং অক্ষয় কুমারের মতো তারকারা উপস্থিত ছিলেন।

কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' ছবিতে 'ফুল কুমারী'-এর চরিত্রে নিতাংশীর অভিনয় সমালোচক এবং দর্শক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে। এই চরিত্রে তাঁর আন্তরিক অভিনয় দর্শকের চোখে জল এনে দিয়েছে। যা প্রমাণ করে যে তরুণী এই অভিনেত্রী বলিউডে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে এসেছেন। সেরা ডেবিউ (নারী) বিভাগে প্রতিদ্বন্দিতা বেশ কঠিন ছিল। এই বিভাগে নিতাংশীর সাথে মনোনীত হয়েছিলেন পশমিনা রোশন (ইশক ভিশক রিবাউন্ড), অহিলিয়া বামব্রু (আই ওয়ান্ট টু টক), প্রতিভা রানতা (লাপাতা লেডিস), ধ্বনি ভানুশালী (কাহাঁ শুরু কাহাঁ খতম), এবং অঞ্জিনী ধাওয়ান (বিন্নি অ্যান্ড ফ্যামিলি)। এত প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে নিতাংশী তাঁর 'ফুল' চরিত্রটির মাধ্যমে নিজের ছাপ রেখে গিয়েছেন এবং এই সম্মানজনক পুরস্কার জিতে নিয়েছেন।
পুরস্কারের মঞ্চে তাঁর আগমনের একটি দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে। হলুদ রঙের অফ-শোল্ডার গাউন পরে মঞ্চের দিকে যাওয়ার সময় সিঁড়িতে পা পিছলে যেতেই, উপস্থাপক শাহরুখ খান তখনই নিতাংশীর হাত ধরে তাঁকে সাবধানে মঞ্চে নিয়ে আসেন। বলিউডের নতুন প্রতিভার সঙ্গে কিং খানের এই আচরণ সবার মন জয় করে নেয়। এমনকী নিতাংশীর লম্বা গাউনটির শেষভাগ নিজের হাতে তুলে ধরে তাঁকে মঞ্চে চলতে সাহায্য করেন কিং খান।
অনুষ্ঠান শুরুর আগে ফিল্মফেয়ারের সঙ্গে একটি কথোপকথনে নিতাংশী গোয়েল জানিয়েছিলেন যে তিনি মঞ্চে শাহরুখ খানের পারফরম্যান্স দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী। একইসঙ্গে, তাঁর ছবি 'লাপাতা লেডিস' একাধিক পুরস্কার জিতবে বলেও তিনি আশা প্রকাশ করেছিলেন। সেরা ডেবিউ (নারী) বিভাগে নিজের মনোনয়ন নিয়ে তিনি কিছুটা নার্ভাস এবং একইসাথে উচ্ছ্বসিত ছিলেন বলেও জানান। এত প্রতিভাবান তারকার সাথে মনোনীত হতে পেরে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
নিঃসন্দেহে, নিতাংশীর এই জয় নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তাঁর প্রথম ছবিতেই এই দারুণ স্বীকৃতি প্রমাণ করে যে তাঁর প্রতিভা ও অভিনয় ক্ষমতা কতটা উঁচু মানের। প্রসঙ্গত, অভিনেতা লক্ষ ললওয়ানি (কিল ছবির জন্য) এবং নিতাংশী গোয়েল এই বছর সেরা নতুন প্রতিভা হিসেবে সম্মানিত হয়েছেন।
