নিজস্ব সংবাদদাতা: গত বছরেই টলিপাড়ার জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের খবর শোনা যায়। অভিনেতা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উঠেছেন। দুই মেয়ে সারা সেনগুপ্ত ও জারা সেনগুপ্তকে নিয়ে জীবন আবর্তিত নীলাঞ্জনার। সহজ,কথায় বিচ্ছেদের পথে তাঁরা।
এবার তাঁদের দুই সন্তানের জীবন থেকে বাবা যিশু সেনগুপ্তের অস্তিত্ব প্রায় মুছেই দিলেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারার সিঙ্গল মাদার তিনি- এমনটাই বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বহুদিন, তবে এবার যেন তাঁদের জীবন অস্তিত্ব মুছে যেতে বসল যিশুর।
শুধু স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে নয়, দুই মেয়ের সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশু সেনগুপ্ত। সামাজিক মাধ্যমেও একে অন্যকে আনফলো করেছেন তারা। তবে এবার যেন বাবার অস্তিত্বই মুছে যেতে চলল দুই মেয়ের জীবন থেকে। সামাজিক মাধ্যমে দুটি পোষ্টে তেমনটাই বুঝিয়ে দিলেন মা নীলাঞ্জনা। গত বছর থেকে জীবনটা বদলে গিয়েছে নীলাঞ্জনার। দুই মেয়েকে একা মানুষ করার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নতুন করে কাজ শুরু করেছেন নীলাঞ্জনা। ইতিমধ্যেই শুরু করছেন নিজের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। অন্যদিকে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে হাত মিলিয়ে নিজের প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন যিশু সেনগুপ্তও।
এবার সরাসরি কিছু না বললেও নীলাঞ্জনা বুঝিয়ে দিলেন তিনি সিঙ্গল মাদার। নীলাঞ্জনা একটি পোষ্টে লিখেছেন, “শুধু ডিএনএ তোমায় বাবা মা বানায় না, তোমার উপস্থিতি, প্রচেষ্টা এবং কর্মটাই আসল।” এই কথা যে আসলে যিশু সেনগুপ্তর উদ্দেশ্যে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেয়েদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও সেটা আর কোনও দাম নেই। এছাড়াও আরেকটি পোস্টে লেখেন, ' তুমি কি শুনতে পাচ্ছ? সুপারহিরোরা সত্যিই আছেন, তারা আসলে হলেন সিঙ্গেল মায়েরা'। এই পোষ্টের মাধ্যমেও তাদের জীবনে যিশুর অস্তিত্ব ঠিক কতটা তা পুরোপুরি বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। অর্থাৎ তিনি এখন সম্পূর্ণ সিঙ্গেল মাদার, যেখানে বাবার কোনও অস্তিত্ব নেই এমনকী প্রয়োজনও নেই।
উল্লেখ্য, বাবার সঙ্গে যোগাযোগ রাখেন না দুই মেয়ে সারা ও জারা। অন্যদিকে যিশু সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি কনসার্টে দারুন মুডে গান শুনছেন তিনি। নিজের জীবনটা হয়ত এভাবেই গুছিয়ে নিচ্ছেন যিশুও।
