নিজস্ব সংবাদদাতা: 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন' নাম হলেও এতদিন একা হাতে এই প্রযোজনা সংস্থার খুঁটিনাটি নিজে হাতে দেখভাল করেছেন নীলাঞ্জনা। কিন্তু এবার বিচ্ছেদের খবরকে আরও দৃঢ় করে নিজের প্রযোজনা সংস্থা শুরু করলেন নীলাঞ্জনা। সম্প্রতি, কলকাতার একটি অ্যাওয়ার্ড শোয়ে এসে নিজেই ঘোষণা করলেন এই কথা।
ওই অ্যাওয়ার্ড শোয়ে 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন' হাউজের ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল'-এর জন্য হাসিমুখে পুরস্কার গ্রহণ করলেও ওই মঞ্চেই তিনি ঘোষণা করলেন তাঁর নিজের প্রযোজনা সংস্থা 'নিনি চিনিজ মাম্মা প্রোডাকশন হাউজ'-এর কথা। এও জানালেন, জি বাংলার আসন্ন ধারাবাহিকও এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে।
নীলাঞ্জনার কথায়, "আমার দুই মেয়ের ডাকনামে প্রযোজনা সংস্থার নাম। মা মারা যাওয়ার পর থেকে ওরাই আমার জীবনে অভিভাবকের মতো। ওদের নিয়েই বাকি পথ চলতে চাই।"
প্রসঙ্গত, স্ত্রী নীলাঞ্জনার পাশাপাশি বড়মেয়ে সারা সেনগুপ্তর সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশু সেনগুপ্তর। বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা। এবার মেয়ের সাফল্যের দিনে পাশে থাকলেন না তিনি। অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃত হলেন সারা সেনগুপ্ত। এই বিশেষ দিনে সারার পাশে সর্বক্ষণ ছিলেন মা নীলাঞ্জনা। মা-মেয়ের সেই ছবি ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ওই অ্যাওয়ার্ড শোয়ে 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন' হাউজের ধারাবাহিক 'হর গৌরী পাইস হোটেল'-এর জন্য হাসিমুখে পুরস্কার গ্রহণ করলেও ওই মঞ্চেই তিনি ঘোষণা করলেন তাঁর নিজের প্রযোজনা সংস্থা 'নিনি চিনিজ মাম্মা প্রোডাকশন হাউজ'-এর কথা। এও জানালেন, জি বাংলার আসন্ন ধারাবাহিকও এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে।
নীলাঞ্জনার কথায়, "আমার দুই মেয়ের ডাকনামে প্রযোজনা সংস্থার নাম। মা মারা যাওয়ার পর থেকে ওরাই আমার জীবনে অভিভাবকের মতো। ওদের নিয়েই বাকি পথ চলতে চাই।"
প্রসঙ্গত, স্ত্রী নীলাঞ্জনার পাশাপাশি বড়মেয়ে সারা সেনগুপ্তর সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশু সেনগুপ্তর। বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা। এবার মেয়ের সাফল্যের দিনে পাশে থাকলেন না তিনি। অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃত হলেন সারা সেনগুপ্ত। এই বিশেষ দিনে সারার পাশে সর্বক্ষণ ছিলেন মা নীলাঞ্জনা। মা-মেয়ের সেই ছবি ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
