সংবাদ সংস্থা মুম্বই: মুক্তির পর বক্স অফিসে সুপারহিট হয়েছিল ‘কভি খুশি কভি গম’। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির কাস্টিংও সেই সময় বলিউডে আলোড়ন সৃষ্টি করে। ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন, কাজল এবং করিনা কপূর খান। একঝাঁক অভিনেতাদের উপস্থিতি এই ছবিতে বলিউডের ইতিহাসে অন্যতম বড় ছবির তকমা দিয়েছে। সম্প্রতি, এই ছবি নিয়ে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন ছবির সহ-পরিচালক তথা বর্তমান সময়ের অন্যতম নামি বলি-পরিচালক নিখিল আদবানি।
ছবির জনপ্রিয় ‘সুরজ হুয়া মধ্যম’ গানটির শুটিং হয় ইজিপ্টে। নিখিল জানান স্রেফ একটি গানের শুটিংয়ের জন্য ৫২ জন কলাকুশলী উড়ে গিয়েছিল ইজিপ্টে। ব্যক্তিগত একটি চার্টাড বিমান ভাড়া করেছিলেন প্রযোজক যশ জোহর। নিখিলের কথায়, “এতবার সেই বিমান আমরা ব্যবহার করেছিলাম যেন বাসে চড়ে যাতায়াত করছি! আর যে-সে বিমান নয়। বোয়িং ৭৩৭। সামান্যতম ত্রুটি রাখতেন না যশজি। স্রেফ ওই গানটির জন্য সেই সময়ে ৩ কোটি টাকা খরচ করা হয়েছিল। দেশের একবার এই প্রান্তে শুটিং হচ্ছে তো পরেরদিন অন্য প্রান্তে। যশজির চিন্তাভাবনা ছিল এরকম- এটা আমার ছেলের ছবি। যদি পর্দায় ওঁর নাম দেখানোর পরের তিন ঘন্টা স্রেফ কালো পর্দা দেখানো হয়, তাহলেও যেন দর্শক তলী মারতে ক্লান্ত না হোন! তাই এই ছবি যেন সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে তার জন্য সামান্যতম কোনওকিছুতে ফাঁক রাখেননি তিনি। সেখানে একটা গানের জন্য ৩ কোটি টাকা খরচ করা তো যৎসামান্য ব্যাপার ছিল।”
অন্যদিকে এই ছবি সম্পর্কে কাজল জানিয়েছিলেন, এই ছবির তারকাদের কথা ভেবেই মুম্বইয়ের ফিল্মিস্তান স্টুডিয়োতে মেকআপ রুম তৈরি করিয়েছিলেন যশ জোহর।
