সংবাদসংস্থা মুম্বই: পাঁচ বছর কেটে গেলেও এখনও জলঘোলা হচ্ছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু ঘিরে। মেয়ের আত্মহত্যা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিশার বাবা সতীশ সালিয়ান। তাঁর দাবি আত্মহত্যা নয়, ধর্ষণ করে দিশাকে খুন করা হয়েছে। দিশার বাবার দাবি, তাঁর মেয়ের মৃত্য়ুর জন্য দায়ী আদিত্য ঠাকরে।
আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দিশার বাবা। বম্বে হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে সতীশ সালিয়ানের দাবি, "এটা একটা ষড়যন্ত্র। এর নেপথ্যে বড় কারও হাত আছে। আমার মেয়ের কিছু ছবি আমাদের কাছে আছে। ওরা বলছে ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে, অথচ ওর শরীরে কোনও চোট আঘাত ছিল না। একটা হাড়ও ভাঙেনি। মুম্বই পুলিশ একটা ভুয়ো গল্প বানিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টও ভুয়ো।"
২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডের বহুতলের নিচে দিশার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এর ঠিক ৬ দিন বাদেই মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকেই দিশা ও সুশান্তের মৃত্যুর যোগসূত্র খুঁজতে শুরু করেন অনেকে। যদিও এখনও পর্যন্ত এই দুই মৃত্যু রহস্যের মীমাংসা হয়নি।
