গীতা এলএলবি
বাধা যেন গীতাকে ছাড়তেই চায় না! একের পর এক হার্ডল টপকে অবশেষে আদালতে কৃপাণের মামলা উঠেছে। এবার যুযুধান অগ্নিজিৎ-গীতা। বিষয়টিকে ইতিমধ্যেই বিরোধীপক্ষের আইনজীবী নিজের সম্মানের সঙ্গে জড়িয়ে ফেলেছেন। ফলে, তিনি যেনতেনপ্রকারেণ মামলা জিতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে? গীতা কি ন্যায় আনতে পারবে? নতুন বছরে নতুন প্রশ্ন নিয়ে হাজির জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’। স্টার জলসায় রোজ সন্ধে সাড়ে ছ’টায় দেখানো হচ্ছে এটি।
তোমাদের রানি
শ্বশুরবাড়িতে রানিকে নিয়ে টানাপোড়েন। বেচারি ডাক্তার হতে চায়। কিন্তু যৌথ সংসারের সবাই কি তা চায়? এদিকে ডাক্তার আন্টি তার সহায়। সেটাও চক্ষুশূল বড় জায়ের। সে কিছুতেই চায় না, তিনি রানিকে সমর্থন করুন। এদিকে কলেজে ফ্রেশার্স অনুষ্ঠানে উপস্থিত সে। সেখানে নতুন করে গণ্ডগোল। এমন কী হল যার জেরে রানির পড়া আবার বন্ধের মুখে? জানতে রোজ চোখ রাখুন স্টার জলসার ‘তোমাদের রানি’ ধারাবাহিকে।
কোন গোপনে মন ভেসেছে
সহজ সরল শ্যামলী রান্নার কাজ পায় জোড়াবাড়িতে। দেখতেশুনতে ভাল। স্বাভাবিক ভাবেই নজর পড়ে বাকি সহকারীদের। তাকে সবচেয়ে বেশি পছন্দ কিঞ্জলের। বিবাহিত হয়েও সে শ্যামলীকে নিজের করে পেতে চায়। তার জন্য প্রলোভন দেখায়। যা চোখে পড়ে যায় ত্রিশার। সে কি শ্যামলীর পাশে দাঁড়াবে? উত্তর লুকিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন পুড়েছে’-তে।
আলোর কোলে
পুপুলকে অপহরণ করে নিয়ে গিয়েছে একদল দুষ্কৃতী। এখানে তার অশরীরী মা আলোও নিরুপায়। অবশেষে আদিত্য রাধার সহযোগিতায় উদ্ধার করে মেয়েকে। তারপর? বাকিটা বলবে নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’।
মিঠিঝোরা
অষ্টমঙ্গলা সারতে বাড়িতে আসে সৌর্য-নীলাঞ্জনা। সৌর্য জোর করে যেন প্রমাণ করতে চায়, সে নীলাঞ্জনাকে পেয়ে খুব সুখী। অভিনয় করতে গিয়ে অপমান করে রাইকে। রাই কি বুঝবে সবটা? জানতে হলে দেখতে থাকুন জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’।
বাধা যেন গীতাকে ছাড়তেই চায় না! একের পর এক হার্ডল টপকে অবশেষে আদালতে কৃপাণের মামলা উঠেছে। এবার যুযুধান অগ্নিজিৎ-গীতা। বিষয়টিকে ইতিমধ্যেই বিরোধীপক্ষের আইনজীবী নিজের সম্মানের সঙ্গে জড়িয়ে ফেলেছেন। ফলে, তিনি যেনতেনপ্রকারেণ মামলা জিতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে? গীতা কি ন্যায় আনতে পারবে? নতুন বছরে নতুন প্রশ্ন নিয়ে হাজির জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’। স্টার জলসায় রোজ সন্ধে সাড়ে ছ’টায় দেখানো হচ্ছে এটি।
তোমাদের রানি
শ্বশুরবাড়িতে রানিকে নিয়ে টানাপোড়েন। বেচারি ডাক্তার হতে চায়। কিন্তু যৌথ সংসারের সবাই কি তা চায়? এদিকে ডাক্তার আন্টি তার সহায়। সেটাও চক্ষুশূল বড় জায়ের। সে কিছুতেই চায় না, তিনি রানিকে সমর্থন করুন। এদিকে কলেজে ফ্রেশার্স অনুষ্ঠানে উপস্থিত সে। সেখানে নতুন করে গণ্ডগোল। এমন কী হল যার জেরে রানির পড়া আবার বন্ধের মুখে? জানতে রোজ চোখ রাখুন স্টার জলসার ‘তোমাদের রানি’ ধারাবাহিকে।
কোন গোপনে মন ভেসেছে
সহজ সরল শ্যামলী রান্নার কাজ পায় জোড়াবাড়িতে। দেখতেশুনতে ভাল। স্বাভাবিক ভাবেই নজর পড়ে বাকি সহকারীদের। তাকে সবচেয়ে বেশি পছন্দ কিঞ্জলের। বিবাহিত হয়েও সে শ্যামলীকে নিজের করে পেতে চায়। তার জন্য প্রলোভন দেখায়। যা চোখে পড়ে যায় ত্রিশার। সে কি শ্যামলীর পাশে দাঁড়াবে? উত্তর লুকিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন পুড়েছে’-তে।
আলোর কোলে
পুপুলকে অপহরণ করে নিয়ে গিয়েছে একদল দুষ্কৃতী। এখানে তার অশরীরী মা আলোও নিরুপায়। অবশেষে আদিত্য রাধার সহযোগিতায় উদ্ধার করে মেয়েকে। তারপর? বাকিটা বলবে নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’।
মিঠিঝোরা
অষ্টমঙ্গলা সারতে বাড়িতে আসে সৌর্য-নীলাঞ্জনা। সৌর্য জোর করে যেন প্রমাণ করতে চায়, সে নীলাঞ্জনাকে পেয়ে খুব সুখী। অভিনয় করতে গিয়ে অপমান করে রাইকে। রাই কি বুঝবে সবটা? জানতে হলে দেখতে থাকুন জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’।
