নিজস্ব সংবাদদাতা: ১৭ জুন থেকে দর্শক স্টার জলসায় দেখতে পাবেন সুধা ও তেজের 'শুভ বিবাহ'র গল্প। তবে এই ধারাবাহিকে 'তেজ' ও 'সুধা' অর্থাৎ হানি বাফনা এবং সোনামণি সাহার মাঝে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ইন্দ্রনীল মল্লিককে।

একই সঙ্গে একাধিক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ইন্দ্রনীল। সদ্যই শেষ হয়েছে জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিক। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বর্তমানে সান বাংলার 'আকাশ কুসুম' ধারাবাহিক অভিনয় করছেন ইন্দ্রনীল। এবার থেকে স্টার জলসার নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ' তে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন তাঁকে। এই ধারাবাহিকের প্রোমোতে দর্শক ইতিমধ্যেই দেখেছেন 'সুধা'র বিবাহ বিচ্ছেদ হওয়ার পর নতুন করে তার দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে পরিবার। সত্যিটা জানার পর কোন পাত্রই 'সুধা'কে বিয়ে করতে না চাইলেও 'তেজ' কি সুধার জীবনে নতুন করে রং এনে দেবে? এই উত্তর ধারাবাহিক দেখলেই জানা যাবে। 'সুধা' ও 'তেজ'-এর মাঝেই ঘটনাচক্রে চলে আসবে ইন্দ্রনীল অভিনীত চরিত্র। সম্ভবত 'সুধা'র প্রাক্তন স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এই বিষয়ে এখনই কোনও কথা বলতে চাননি অভিনেতা। ইতিবাচক এবং নেতিবাচক দু'ধরণের চরিত্রেই দর্শক দেখেছেন ইন্দ্রনীলকে। শুধুই অভিনয় নয়, অভিনেতা একাধারে বাচিক শিল্পীও।