সংবাদসংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালি'র প্রথম পরিচালিত সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজর' নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। এই সিরিজে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতীয় প্রেক্ষাপটে যৌনকর্মীদের অবস্থানের কাহিনিই প্রতিফলিত এখানে। সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তাঁর অভিনয়েই ধরা পড়েছে কঠোর পরিশ্রম। সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেহগাল, অদিতি রাও এবং সঞ্জিদা শেখ। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শক মহলের। এই সিরিজের হাত ধরেই দীর্ঘদিন পর বলিউডে ফিরলেন অভিনেতা ফারদিন খান। প্রসংশিত হয়েছেন তাহা শাহ বদুশা'ও।
এবার এল আরও বড় সুখবর। আসছে 'হীরামান্ডি ২"। ওয়েব প্লাটফর্ম নেটফ্লিক্সের তরফ থেকে ঘোষণা হল এই সিরিজের দ্বিতীয় সিজন আসার খবর। এর আগে খবর এসেছিল ‘হীরামান্ডি ২’ আর বানাবেন না সঞ্জয় লীলা বনশালি। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি জানান,'হীরামান্ডি' নিয়ে তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয় বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই ‘হীরামান্ডি’ আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি ছবির বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। তবে সেই কথার উপর নয়া প্রলেপ চাপিয়ে এবার আসছে 'হীরামান্ডি'র দ্বিতীয় সিজন।
এই সিজনে দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু নর্তকী মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি'তে আসেন। তবে তাঁদের জীবন বদলায় না। লাহোরে 'বাবু'-দের সামনে তাঁদের নাচতে হত, ফিল্ম ইন্ডাস্ট্রি'তে এসে প্রযোজকদের সামনে নাচতে হয় তাঁদের। তাঁদের জীবন গাঁথাই ফুটে উঠবে এই সিজনে। তবে এইবার অভিনয়ে কারা থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানাচ্ছেন সঞ্জয় লীলা বনশালি।
