সংবাদ সংস্থা মুম্বই: বহু দিন তাঁকে বড় পর্দায় দেখেননি দর্শক। 'হিসাব বরাবর' এর মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ। তাঁকে সঙ্গ দেবেন আর মাধবন এবং কীর্তি কুলহারি। সম্প্রতি, সেই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে বলিপাড়ায় তারকা-পাপারাজ্জি কালচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নীল নীতিন মুকেশ। 

“আমি ওরকম মানুষ-ই নয় যে সেজেগুজে বিমানবন্দরে যাব এবং তার আগে আমার প্রচারের দায়িত্বে থাকা দল ছবিশিকারিদের খবর দেবেন সেখানে হাজির হওয়ার। যাতে তাঁরা আমরা ছবি তুলতে পারেন। আমি সোজাসাপ্টা মানুষ। আরামদায়ক বাড়ির পোশাক পরেই বিমানে যাতায়াত করতে পছন্দ করি। সোজা কথা। বহুবার এমন হয়েছে যে বিমানবন্দরে ছবিশিকারিদের দল ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা আমাকে দেখছেন অথচ কোনও ছবি তুলছে না। কেন তুলছেন না? হয়তো আমার পিআর টিম ওঁদের আগে থেকে খবর দেয়নি, অনুরোধ করেনি। আমার এতে কোনও আপত্তি নেই। যাঁর যাঁর সম্মান তাঁর নিজের কাছে। আসলে, আমি ভীষণভাবে বিশ্বাসী কোথায় নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে দাঁড়ি টানতে হবে।”

 

খানিক থেমে একটু বিষণ্ণ গলায় নীলকে বলতে শোনা যায়, “আমি জানি সমাজমাধ্যম এখন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজের বিষয় সবসময় আপডেট করতে হয় সেখানে। কিন্তু আমি না ঠিক...সেসবে বিশ্বাসী নয়। মাঝে মাঝে ভাবি, যেসব বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছি, যে সব চরিত্রে কাজ করেছি তা তো দর্শক দেখেছেন, জানেন। সেইজন্যেই হয়তো তাঁরা আমাকে চেনেন, মনে রেখেছেন। তবে কি আমাকে নতুন করে তাঁদের ফের মনে করাতে হবে সেসবের কথা? নিজের ঢ্যাঁড়া নিজেকেই পেটাতেই হবে? না কি  যা কাজ করেছি, সেইজন্যেই তাঁরা আমাকে মাথায় রাখবেন? আমি ঠিক জানি না...আজকাল বেশ ভাবছি বিষয়টা নিয়ে। দেখি...”