অভিনেত্রী নীনা গুপ্তার জীবন মানেই সামাজিক ছক ভাঙার সাহসী গল্প। আটের দশকের শেষদিকে বিয়ের বাইরে অন্তঃসত্ত্বা হওয়া, সেই অধ্যায় আজও ভারতীয় সমাজে দৃষ্টান্ত হয়ে আছে। তবে সেই আলোচিত অধ্যায়ের অনেক আগেই তাঁর জীবনে এসেছিল এক গভীর ধাক্কা। শেষমুহূর্তে বাগদান ভেঙে যাওয়ার যন্ত্রণা, যার কথা এতদিন প্রায় অজানাই ছিল।

 

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা ফিরে গেলেন সেই সময়ে। অকপটে জানালেন অনেককিছুই। অভিনেত্রী জানান, তিনি এক ব্যক্তির সঙ্গে বাগদান সেরেছিলেন এবং বিয়ের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। আংটি বদল হয়ে গিয়েছিল, দিল্লিতে বিয়ের পোশাক ও গয়না কেনাকাটাও সেরে ফেলেছিলেন। কিন্তু ঠিক সেই সময়েই আসে এক অপ্রত্যাশিত ফোন। অন্য প্রান্ত থেকে তাঁকে জানানো হয়, এই মুহূর্তে বিয়ে হচ্ছে না। যদিও সেই ব্যক্তির পরিচয় ফাঁস করেননি নীনা। 

 

নীনা জানান, কী হয়েছে জানতে চাইলে ওই ব্যক্তি জানান, তাঁর ‘সাইনাস অপারেশন’ করাতে হবে। অভিনেত্রীর কথায়, বিষয়টি তাঁর তখনও মোটেও গুরুতর মনে হয়নি। অভিনেত্রীর বিশ্বাস ছিল, এই ধরনের অস্ত্রোপচার তো পরেও করা যায়। কিন্তু সেদিনের পর আর কোনও স্পষ্ট উত্তর তিনি পাননি। কেন হঠাৎ বিয়ে ভেঙে গেল, সেই প্রশ্নের জবাব আজও অজানা। এমনকী, ওই ব্যক্তির বাবা-মায়ের কাছেও তিনি বারবার জানতে চেয়েছিলেন, কিন্তু তাঁরাও কোনও সদুত্তর দেননি।

 

ঘটনাটি এখানেই শেষ নয়। প্রায় ছ’মাস পর নীনার সেই প্রাক্তন বাগদত্তা আবার ফিরে এসে বিয়ের প্রস্তাব দেন। নীনা তখন আবারও জানতে চান, কেন হঠাৎ করে বিয়েটা স্থগিত করা হয়েছিল। কিন্তু সেবারও কোনও স্বীকারোক্তি আসেনি। এই অভিজ্ঞতাই তাঁকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। স্পষ্ট ভাষায় অভিনেত্রী জানান, সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এবং আর ফিরে তাকাননি ওই ব্যক্তির দিকে।

 

এই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নীনা গুপ্তা বলেন, বাইরে থেকে কারও সিদ্ধান্তকে বিচার করা খুব সহজ, কিন্তু ভিতরের পরিস্থিতি কেউ জানে না। অনেক সময় মানুষ অসহায় পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, সেই জায়গা থেকে কাউকে বিচার না করাই শ্রেয়।

 

 

এর কিছু বছর পরই নীনা গুপ্তার জীবনে আসে আর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয় এবং বিয়ে না করেই ভিভ ও তাঁর কন্যাসন্তান মাসাবা গুপ্তার জন্ম দেন তিনি। সমস্ত সামাজিক চাপ উপেক্ষা করে একাই মেয়েকে বড় করেন নীনা। পরবর্তীতে, ২০০৮ সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী বিবেক মেহরা-কে।

 

পেশাগত দিক থেকে, নীনা গুপ্তা এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বধ ২’ নিয়ে। সঞ্জয় মিশ্রর সঙ্গে এই ছবিতে ফের একবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। যোশপাল সিং সান্ধু পরিচালিত ‘বধ’-এর এই সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে আগামী ৬ ফেব্রুয়ারি।

 

অভিনেত্রীর জীবনের মতোই, তাঁর পর্দার গল্পও যেন বারবার মনে করিয়ে দেয় সাহস আর নিজের শর্তে এগিয়ে যাওয়াই নীনা গুপ্তার আসল পরিচয়।