বনি সেনগুপ্ত। ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বরবাদ’ দিয়ে টলিউডে তাঁর অভিনয়জীবনের সূচনা। আত্মপ্রকাশেই নজর কেড়েছিলেন তিনি। তার ঠিক এক বছর পর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে রোমান্টিক কমেডি ঘরানায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন বনি। সেই সময় তাঁর উত্থান ঘিরে তৈরি হয়েছিল প্রবল আশা। সিনেপ্রেমীদের একাংশ মনে করেছিলেন, বাংলা সিনেমা বুঝি পেয়ে গেল এক নতুন রোমান্টিক নায়ক, যাঁর উপস্থিতিতেই প্রেমের ছবিতে ফিরবে ম্যাজিক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী এগোয়নি বনির কেরিয়ার। পরপর একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ধীরে ধীরে আলোকবৃত্ত থেকে সরে যেতে থাকেন তিনি।
তবে হাল ছাড়তে নারাজ বনি। মাঝে বেশ কিছু ছোট বাজেটের ছবির পর ফের নতুন করে ফেরা তাঁর। অভিনেতাকে দেখা যাবে উইন্ডোজ প্রোডাকশনের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। আপাতত প্রত্যাবর্তনের আশায় বুক বাঁধছেন তিনি।
একসময় প্রায় হারিয়েই যান বড় পর্দার দুনিয়া থেকে। প্রখ্যাত অভিনেতা সুখেন দাসের নাতি, পরিচালক অনুপ সেনগুপ্ত ও অভিনেত্রী পিয়া সেনগুপ্তের পুত্র হিসেবে তাঁকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। আজকাল ডট ইন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে কোনও অভিনেতার জীবনে দু’টি পর্যায় থাকে। প্রথম, সে কাজ করছে। নিজেকে সেই জায়গায় টিকিয়ে রাখতে পারছে কি না, সেদিকটা দেখছে। অন্যটা হল, সে কাজ না করে করে হারিয়ে যাচ্ছে। আমি সেটা চাইনি। আমি টিকতে থাকতে চাইছিলাম। তার জন্য আমায় চারটে ছোট ছবি করতে হলেও করেছি। আমার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল। কিন্তু আমি চেয়েছিলাম, চারজন মানুষও যদি আমায় চিনে থাকেন, তাঁরা যাতে আমায় ভুলে না যান।”
বনির মনোবল ভাঙতে পারেনি কেরিয়ারের খারাপ সময়। বরং সেখান থেকেও শিক্ষা নিয়েছেন তিনি। শিখেছেন, কীভাবে ধৈর্য ধরে রাখতে হয় সুদিনের অপেক্ষায়। তিনি বলেন, “এবার আমি কাজের সংখ্যার থেকে বেশি মানের দিকে নজর দিচ্ছি। আমার পরিবারে একমাত্র আমিই রোজগার করি। সেই পরিবারটা আমাকে চালাতে হয়। তার জন্য কিছু কাজ করতে হয় আমাকে। সেখানে আমি যখন নিজেকে সেটল করে ফেলেছি, এবার আমি ভাল কাজের দিকে নজর দেব।”
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাবে ২৩ জানুয়ারি। এই ছবিতে বনি সেনগুপ্ত ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত। অরিত্র মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করেছেন।
