যশের জন্মদিনেই অনুরাগীদের জন্য এল বড় চমক! ৮ জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ছবির প্রথম ঝলক। মুক্তির সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছে এই অ্যাকশন-প্যাকড ঝলক। টিজারের শুরুতেই গাড়ির ভেতরে এক বিদেশিনীর সঙ্গে যৌনতায় মোট্টে থাকা ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেন যশ, পরের দৃশ্যে সেই একই চরিত্রকে দেখা যায় নির্মম বন্দুকবাজে রূপান্তরিত হতে! ছবির এই তীব্র ভিজ্যুয়াল ভাষাই এখন ইন্টারনেটকে দু’ভাগে ভাগ করে দিয়েছে।
এই টিজার ঘিরে এবার মুখ খুলেছেন পরিচালক রাম গোপাল বর্মা। নিজের এক্স হ্যান্ডেলে পরিচালক গিতু মোহনদাস-এর একটি ছবি পোস্ট করে রামু লেখেন, “‘টক্সিক’-এর ট্রেলার দেখার পর আমার কোনও সন্দেহ নেই যে গিতু মোহনদাস-ই নারীর ক্ষমতায়নের চূড়ান্ত প্রতীক। কোনও পুরুষ পরিচালকই এই নারীর তুলনায় যথেষ্ট সাহসী নন। তাঁদের যথেষ্ট দম নেই! এখনও বিশ্বাস করতে পারছি না, তিনিই এই ছবিটা শুট করেছেন।”
রামুর এই মন্তব্য ইতিমধ্যেই যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

ছবির টিজার শুরু হয় একটি অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে। দ্রুতগতিতে কবরস্থান ছেড়ে চলে যাচ্ছে একটি পরিবার, ঠিক তখনই সেখানে এসে থামে একটি গাড়ি। গাড়ি থেকে নেমে আসেন এক রহস্যময় প্রৌঢ়,আদুরে গা। গাড়ির নীচে কিছু একটা যন্ত্র সেট করতে দেখা যায় তাঁকে। এরপর আচমকাই সেই গাড়িটি দ্রুত দুলতে শুরু করে, কারণ তার অন্দরে এক বিদেশিনীর সঙ্গে যৌনতায় মত্ত যশ! এরপর কালো ওভারকোট চাপিয়ে, ধূমপান করতে করতে যশ হাতে তুলে নেন বন্দুক, আর মুহূর্তের মধ্যেই বদলে যায় পরিবেশ। গুলির শব্দে রক্তাক্ত হয়ে ওঠে অন্ত্যেষ্টিক্রিয়ার সেই গোটা জায়গা। যশের কণ্ঠে শোনা যায় ঠান্ডা গলায় বলা সংলাপ, “ড্যাডি’স হোম।”
গিতু মোহনদাস পরিচালিত এই ছবিতে যশকে দেখা যাবে একেবারে নতুন, সাহসী গ্যাংস্টার অবতারে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গিতু।
After seeing the @TheNameIsYash starring trailer of #Toxic I have no doubt that @GeethuMohandas_ is the ultimate symbol of Women Empowerment ..No Male director is Man enough in comparison to this Woman .. I still can’t believe she shot this 👇🏻 😳 https://t.co/ZxyxU8Da40 pic.twitter.com/qzFUcv9JIb
— Ram Gopal Varma (@RGVzoomin)Tweet by @RGVzoomin
প্রধান নায়ক হিসেবে যশের কেরিয়ারের এটি ১৯তম ছবি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর। এর আগে গিতু মোহনদাস পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘লায়ার্স ডাইস’ এবং সমালোচকদের প্রশংসিত ‘মুথোন’ যা তাঁর শক্তিশালী গল্প বলার দক্ষতারই প্রমাণ।
‘টক্সিক’-এর টিজার দেখে একটা বিষয় স্পষ্ট। ‘টক্সিক’ শুধুই অ্যাকশন ছবি নয়, বরং বিতর্ক, সাহস আর স্টাইলের এক বিস্ফোরক মিশেল হতে চলেছে বড়পর্দায়।
