জাতীয় পুরস্কার পেলেন অর্জুন দত্ত। ‘ডিপ ফ্রিজ’ ছবির জন্য সম্মানিত বাংলার পরিচালক। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিলেন পুরস্কার। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। সাফল্যের আনন্দ কাটিয়ে ফের মেতে উঠেছেন কাজ নিয়ে। দর্শকদের জন্য নতুন কী কী রয়েছে তাঁর ঝুলিতে? খোঁজ নিল আজকাল ডট ইন।

ইতিমধ্যেই ‘বিবি পায়রা’র শুট শেষ করে ফেলেছেন অর্জুন। হাসির ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম এবং অনির্বাণ চক্রবর্তীর মতো তারকারা। আপাতত ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত পরিচালক। তারপর ঠিক করা হবে মুক্তির তারিখ। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও একটি ছবি নিয়ে কথা চলছে অর্জুনের। তিনি বললেন, “বহু দিন ধরেই ঋতুদির সঙ্গে কাজ করা নিয়ে আলোচনা চলছে। একটা ছবি নিয়ে আমাদের খুব প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। হাসির মোড়কে গভীর কোনও বার্তা দেবে ছবিটি। এখন শুধু এটুকুই বলতে পারি।”

এযাবৎকাল অর্জুনের প্রায় সব ছবিতেই আবেগের বড় ভূমিকা থেকেছে। সম্পর্কের টানাপোড়েন, জীবনের নানা ওঠানামার আখ্যানের মাঝেই সুনিপুণ কৌশলে দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন নানা বার্তা। এবার স্বাদবদলের পালা। থ্রিলার ছবিতেও হাত পাকাবেন অর্জুন। পরিচালক বললেন,  “একটা থ্রিলার ছবি তৈরির পরিকল্পনা করছি। এরকম থ্রিলার কলকাতায় আগে তৈরি হয়নি বলেই আশ্বাস দিতে পারি। একটা অনসম্বল কাস্ট নিয়ে ছবিটা করব।”

এখানেই শেষ নয়। যে ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন, এবার সেই ‘ডিপ ফ্রিজ’কেও পর্দায় আনার পরিকল্পনা করছেন অর্জুন। আশ্বাস দিলেন, খুব শীঘ্রই তা পৌঁছে দেবেন দর্শকের কাছে।

পায়ে চোট থাকলেও দৃঢ় সংকল্পে জাতীয় পুরস্কার নিতে দিল্লি পৌঁছে গেলেন অর্জুন। বাংলার হয়ে এত বড় সম্মান পেয়ে আবেগে ভেসেছেন পরিচালক। আর পুরস্কার গ্রহণের সেই বিশেষ মুহূর্তেই মিলল স্বয়ং শাহরুখ খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ। পরিচালকের কথায়, “পুরস্কার পেয়ে আমার পরিচালক সত্তা যতটা খুশি, তার থেকেও বেশি খুশি আমার ‘ফ্যান বয়’ সত্তা। যে বছর শাহরুখ জাতীয় পুরস্কার পেলেন, সেই বছর আমিও একই সম্মান পেলাম। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমি যখন মঞ্চে উঠে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছি, তখন শাহরুখ আর রানি মুখোপাধ্যায়ের দিকে তাকিয়েছিলান। ওঁরাও আমার দিকে তাকান। সেই মুহূর্তটা আমার জন্য খুব স্পেশ্যাল।”

শাহরুখের সঙ্গে দেখা হলেও ছিল না কথা বলার অবকাশ। ‘কিং’-কে দূর থেকে চাক্ষুষ করতে পেলেই উৎফুল্ল অর্জুন। তাঁর কথায়, “কাল ওঁকে এত মানুষ ঘিরেছিলেন যে, আমি আলাদা করে গিয়ে আর বিব্রত করিনি। এমনিতেও আমি একটু লাজুক প্রকৃতির। তবে করণ জোহর, বিধু বিনোদ চোপড়ার সঙ্গে কথা হল। করণকে শুভেচ্ছা জানালাম। তিনিও আমায় জানালেন। জুরির সদস্যরাও আমার ছবির প্রশংসা করলেন। এত উৎসাহ পেয়ে কাজ করার সাহস আরও বেড়ে গেল।”