সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

সামান্থার বিয়ের দিন এই পোস্ট করে ট্রোল্ড নাগা
১ ডিসেম্বর নতুন জীবন শুরু করলেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। এদিন তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। আর সেদিনই একটি বিশেষ পোস্ট করলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী, তথা অভিনেতা নাগা চৈতন্য। সেটার জন্যই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতাকে। কী লিখেছেন তিনি? সোমবার নাগা চৈতন্য ইনস্টাগ্রামে তাঁর অভিনীত সিরিজ 'ধুতা'র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি পোস্ট করেন। লেখেন, 'ধুতা প্রমাণ করে অভিনেতা হিসেবে আপনি যদি সৃজনশীলতা এবং সততাকে বেছে নেন, এবং আপনার সবটুকু উজাড় করে সেরা কাজ করেন, মানুষের সেই কাজ ভাল লাগবে। তাঁরা সেই কাজকে গ্রহণ করবেন এবং আপনাকেও একই এনার্জি ফিরিয়ে দেবেন। ধন্যবাদ। ধুতার ২ বছর।' নেটপাড়ার মতে, যেহেতু এদিন সামান্থা সাতপাকে বাঁধা পড়লেন, তাই তিনি যাতে একা সব লাইমলাইট না পান, তাই নাকি জেনেবুঝে এই পোস্ট করেছেন অভিনেতা। নেটিজেনরা তাঁকে রীতিমত কটাক্ষ করেছেন, কেউ সামান্থাকে ডিভোর্স দেওয়ার জন্য কথা শুনিয়েছেন, কেউ আবার এদিন এই পোস্ট করার জন্য ব্যঙ্গ করেছেন। প্রসঙ্গত, রাজ নিদিমরু এবং সামান্থা রুথ প্রভু দীর্ঘদিনের বন্ধু। জানা যাচ্ছে, ফ্যামিলি ম্যান ২ সিরিজে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। কিছুদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে চর্চা চলছিল। অবশেষে ১ ডিসেম্বর গুটিকয় নিকট আত্মীয়ের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে।  

'জীবনের সবথেকে বড় ভুল', জয়ার সঙ্গে বৈবাহিক জীবন নিয়ে কী মত অমিতাভের? 
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়েছিলেন জয়া বচ্চন। সেখানে তিনি বিয়ে নিয়ে কথা বলেন। জানান তিনি চান না তাঁর নাতনি নভ্যা বিয়ে করুন। একই সঙ্গে নিজের বিয়ের প্রসঙ্গেও কথা বলেন। জয়া বচ্চন এদিন বলেন, ' বিয়ে হল দিল্লির লাড্ডু। খেলেও সমস্যা, না খেলেও সমস্যা।' ইশারা করে বলেন, খাতায় কলমে বিয়ে করা আবশ্যক নয়। বলেন, 'আগেকার দিনে তো আমরা রেজিস্টারে সই করতাম না। পরে একটা সময় জানলাম সই করতে হবে বিয়েকে স্বীকৃতি দেওয়ার জন্য। না জানি বিয়ের কত বছর পর রেজিস্ট্রি হয়েছে আমাদের। তার মানে আমরা একসঙ্গে বেআইনি ভাবে থাকছিলাম?' জয়া বচ্চন এই কথা বলার পরই তাঁকে জিজ্ঞেস করা হয়, অমিতাভ বচ্চনও কি বিয়ে নিয়ে একই মতামত রাখেন? এই বিষয়ে জয়া বচ্চন বলেন, 'ওকে এই বিষয়ে কখনও জিজ্ঞেস করিনি। ও হয়তো বলবে আমার জীবনের সবথেকে বড় ভুল। কিন্তু আমি সেটা শুনতে চাই না।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত ৫২ বছর ধরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। ১৯৭৩ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও মাঝে শোনা গিয়েছিল রেখাকে মন দিয়েছেন বিগ বি। তবে সেসবই চর্চায় আবদ্ধ থেকেছে। 

করিশ্মার পাশেই প্রাক্তন শাশুড়ি? প্রিয়া সম্পত্তি লুকাচ্ছে, দাবি প্রয়াত সঞ্জয়ের কাপুরের মায়ের
বিতর্ক যেন থামছেই না। এতদিন করিশ্মা কাপুর এবং তাঁর সন্তানেরা একের পর এক অভিযোগ আনছিলেন সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেবের বিরুদ্ধে। দ্বারস্থ হয়েছেন আদালতের। এবার তাতে কি অভিনেত্রীর পাশেই দাঁড়ালেন তাঁর প্রাক্তন শাশুড়ি? প্রয়াত সঞ্জয় কাপুরের মা, রানি কাপুর সোমবার গুরুতর অভিযোগ এনেছেন প্রিয়ার বিরুদ্ধে। এমনই করিশ্মা কাপুর এবং তাঁর সন্তানেরা দাবি করেছিলেন যে প্রিয়া করিশ্মার সন্তানদের খরচপাতি দিচ্ছেন না, উইলে কারচুপি করেছেন। এবার রানি কাপুর জানালেন তাঁর বউমা নাকি সঞ্জয়ের মোট সম্পত্তির সঠিক হিসেব প্রকাশ্যে আনছেন না। সঞ্জয়ের মা এদিন জানান প্রয়াত ব্যবসায়ী ৬০ কোটি টাকা স্যালারি তুলতেন, সেখানে এখন তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স ১ কোটির সামান্য বেশি। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁরা অনুমান করছেন সঞ্জয়ের বিপুল সম্পত্তি, টাকা বিদেশে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা এদিন প্রশ্ন তোলেন, সঞ্জয়ের কোনও লাইফ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ইত্যাদি ছিল না? কেবল ৬০ কোটি স্যালারি এবং ব্যাঙ্কে ১.৭ কোটি টাকা পড়ে আছে? তাঁরা গত ২ বছরের সমস্ত লেনদেনের খতিয়ান দেখতে চেয়েছেন, কেবল সঞ্জয় কাপুর নয়, প্রিয়ারও।