সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘মার্ডার’। ছবিতে মুখ্যভূমিকায় ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াতের রসায়নের স্মৃতি আজও দর্শকমনে স্পষ্ট। বিশেষ করে ছবিতে তাঁদের সাহসী ও ঘনিষ্ঠ সব দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল বলিউডকে। ছবির অন্যতম জনপ্রিয় গান ‘ভিগে হোঁট তেরে’-এর ভিডিওতে খোলা অক্ষের নীচে ইমরান-মল্লিকার উদ্দাম যৌনতা অথবা ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে পরস্পরের শরীরের উষ্ণতার আঁচে পুড়তে থাকার সেইসব ঘনিষ্ঠ দৃশ্য ২০ বছর পরেও দর্শকের মনে ভাইরাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গানের সৃষ্যের শুটিংয়ের নানান অজানা তথ্য ফাঁস করলেন মল্লিকা।
মল্লিকা জানালেন, ব্যাঙ্ককে শুটিং হয়েছিল এই ছবির অনেকাংশে। তার মধ্যে ভিগে হোঁট তেরে -এর ভিডিও ছিল। সেই সময় অসহায় গরম ছিল সেখানে। রৌদ্রের তাপের চোটে চামড়া পুড়ে যাচ্ছিল এমন অবস্থা। তার মধ্যেই শুরু হয়েছিল এই গানের শুটিং। এদিকে গরমে দরদর করে ঘামছেন ইমরান-মল্লিকা, এদিকে ছবির নৃত্য-পরিচালক সমানে কানের কাছে নির্দেশ দিয়ে চলেছেন ক্যামেরায় এই দৃশ্যগুলোর মধ্যে যেন উষ্ণতা চুঁইয়ে পড়ে। আর শারীরিক ঘনিষ্ঠ মুহূর্তের চরম অভিব্যক্তিও চোখেমুখে ফোটাতে মল্লিকাকে নির্দেশ দিচ্ছিলেন তিনি। এদিকে গরমের চোটে অভিনেত্রী অস্বস্তির পর্যায় তখন চরমে। যাই হোক, পেশাদারিত্ব বজায় রেখে অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করেছিলেন মল্লিকা-ইমরান দু’জনেই।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ইমরানের বিষয়ে মল্লিকা বলেছিলেন, “মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার ছবির শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই ছবির পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।”
ভবিষ্যতে কি বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যেতে পারে ইমরান ও মল্লিকা শেরাওয়াতের জুটিকে? শোনামাত্র এক গাল হেসে অভিনেত্রী জবাব, “আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক্!”
