এবার চরম সমালোচনার মুখে প্যান–ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। মুম্বই বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীর অনুরোধে মুখোশ–চশমা খুলে পরিচয় যাচাইয়ে অনীহা দেখালেন তিনি — আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে!

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, সিআইএসএফ (CISF)–এর কর্মী বিনয়ের সঙ্গে অনুরোধ করছেন আল্লুকে যেন তিনি নিজের মুখ–চোখ পুরোটা দেখান। অথচ, প্রথমে অনীহা, পরে গড়িমসি— ঠিক সময় মতো খুললেন না মাস্ক ও রোদচশমা। এই দৃশ্যেই রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় শুরু তুমুল আক্রমণ— “এরা নিজেদের ঈশ্বর ভাবে, অথচ দেশের নিয়ম মানতে চায় না!” থেকে “আর্মি অফিসারই আসল হিরো, তুমি নও”— এমন সব মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যম।

কেউ কেউ আরও একধাপ এগিয়ে লিখেছেন, “বিদেশে গেলে তো দিব্যি মুখ দেখান, দেশে এসে এত ‘স্টার ইগো’ কেন?” কেউ বলছেন, ওই নিরাপত্তাকর্মী স্রেফ নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছিল, অথচ অভিনেতা কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা চালালেন।

ঠিক এই সময়েই অর্জুনের পরের বড় ছবি— অ্যাটলির পরিচালনায় অতি বাজেটের ফ্যান্টাসি–অ্যাকশন থ্রিলার— ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে এই ঘটনা তার ভাবমূর্তিতে কালি লাগাল বলেই মনে করছে অনেকে। জনমানসে প্রশ্ন একটাই— গ্ল্যামার যতই হোক, দেশের নিরাপত্তা প্রোটোকলের সামনে কি সবই ম্লান হয়ে যাওয়া উচিত নয়?


গত ডিসেম্বর থেকেই খবরের শিরোনামে আল্লু অর্জুন। শুধুই 'পুষ্পা ২' -এর আকাশছোঁয়া সাফল্যের কারণে নয়। পাশাপাশি ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা নিয়েও আইনি সমস্যার গেরোর মাঝে আপাতত আটকে এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। তবে এর মধ্যেই শোনা গেল সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে আল্লুকে!  ফিসফাস, ছবিতে ছোট হলেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দর্শকের সামনে হাজির হবেন তিনি। সম্প্রতি, মুম্বইয়ের জুহুতে বনশালির বাড়িতে আল্লুর হাজির হওয়ার পর এই জল্পনা দানা বেঁধে আরও। 


এইমুহূর্তে জোরকদমে চলছে সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে রণবীর এবং ভিকিকে। আলিয়ার চরিত্রটি এক ক্যাবারে ড্যান্সারের। ২০২৪-এর নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। ২০২৫-এর অক্টোবর পর্যন্ত দেশের নানা প্রান্তরে চলবে এই ছবির শুটিং।