ভাট পরিবারে চিড়। কেটেছে সম্পর্কের তাল। পরিচালক মুকেশ ভাট সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন, ভাইঝি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়েতে আমন্ত্রিত না হওয়ায় তিনি কষ্ট পেয়েছিলেন। ভাই মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ২০২২ সালের এপ্রিলে আলিয়া ও রণবীরের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু কন্যাসম ভাইজির বিশেষ দিনে উপস্থিত থাকতে না পারার দুঃখ আজও ভোলেননি মুকেশ।
এক সাক্ষাৎকারে মুকেশ ভট্ট বলেন, “আমি যদি বলি মন খারাপ হয়নি, তাহলে সেটা ভণ্ডামি হবে। অবশ্যই কষ্ট পেয়েছিলাম। আমি আলিয়াকে ভীষণ ভালোবাসি, শুধু ওকে নয়, শাহিনকেও (আলিয়ার দিদি)। ও যখন বিয়ে করল, মনে হয়েছিল আমার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। খুব ইচ্ছা ছিল ওখানে থাকার।”
মুকেশ আরও জানান, তিনি এখনও আলিয়া এবং রণবীরের কন্যা রাহাকে দেখেননি। রাহা এই বছর তিনে পা দিয়েছে। অথচ একরত্তির সঙ্গে এখনও পরিচালকের কোনও সাক্ষাৎ হয়নি।
আফসোসের সুরে মুকেশ বলেন, “যখন জানতে পারলাম আলিয়া গর্ভবতী, আর পরে জানতে পারলাম ওর মেয়ে হয়েছে, তখন আমার চোখ রাহাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। আমি বাচ্চাদের খুব ভালোবাসি।”
সাক্ষাৎকারে মুকেশ জানান, আলিয়া রাহাকে জন্ম দেওয়ার পর তিনি যোগাযোগ করার চেষ্টা করেননি। তাঁর কথায়, “আমি চেষ্টাও করিনি, কারণ আমি চাইনি ওর অস্বস্তি হোক। আমি চাইনি এমন পরিস্থিতি তৈরি হোক যেখানে ওকে ভাবতে হবে, ‘আমার বাবা কী ভাববে যদি কাকা এসে দেখা করে।’”
আলিয়াকে মেসেজ না পাঠালেও মনের গভীর থেকে আশীর্বাদ জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, “মন থেকে ওর জন্য প্রার্থনা করেছি।”
২০২১ সালে মুকেশ ঘোষণা করেন যে, তাঁর প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মস এখন তাঁর মেয়ে সাক্ষী এবং ছেলে বিশেষ পরিচালনা করবেন। এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে জানান, বিশেষ ফিল্মস সবসময়ই তাঁর নিজস্ব সংস্থা ছিল, মহেশ কেবল পরামর্শদাতা হিসাবে যুক্ত ছিলেন।
এই ঘোষণার পর থেকেই দুই ভাইয়েপ মধ্যে দূরত্বের গুঞ্জন ছড়ায়। যদিও সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ কখনও প্রকাশ্যে আসেনি। বিশেষ ফিল্মস থেকে ‘ড্যাডি’, ‘আশিকি’, ‘সড়ক’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’ এবং ‘মার্ডার’ সিরিজের মতো বহু জনপ্রিয় ছবি নির্মিত হয়েছে।
কয়েক বছরের প্রেমের পর ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া-রণবীর বিয়ে করেন। একই বছরের নভেম্বর মাসে তাঁদের কন্যা রাহার জন্ম হয়। ২০২৩ সালের বড়দিনে প্রথমবারের মতো আলিয়া–রণবীর রাহাকে নিয়ে প্রকাশ্যে আসেন। সম্প্রতি, আলিয়া সোশ্যাল মিডিয়া থেকে রাহার সব ছবি মুছে ফেলেছেন। কাকার সঙ্গে কি অবশেষে দূরত্ব ঘুচিয়ে অতীতের মতো মসৃণ সমীকরণে ফিরে যাবেন আলিয়া? উত্তর অজানা।
