পিসি সরকার জুনিয়রের মেজমেয়ে মৌবনী সরকারের বিয়ে নিয়ে সমাজমাধ্যমে চলছে দারুণ চর্চা। বিয়ে থেকে বৌভাতের অনুষ্ঠানে সরকার পরিবারের সবাইকে দেখা গেলেও সেভাবে দেখা যায়নি মৌবনীর শ্বশুরবাড়ির কাউকে। তাই নেটপাড়ায় প্রশ্ন উঠে এসেছে যে, বিয়েতে কনের পরিবারকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তবে কি বরের পরিবারের লোকেরা কোণঠাসা? এবার নেটিজেনদের প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং মৌবনী। 

 

আজকাল ডট ইন-কে মৌবনী সরকার বলেন, "অনেক ছবিই তোলা হয়েছে। কিন্তু বেশি ভাইরাল হয়েছে যে ছবিগুলো সেখানে ওঁরা তেমন নেই। এতে কী করা যাবে? একটা নতুন জীবন শুরু করেছি, তাই নেতিবাচক কিছু চিন্তা করছি না, সেইদিকে নজরও দিচ্ছি না।"


নতুন পরিবার নিয়ে মৌবনীর কথায়, "চন্দননগরে আগেও এসেছি। কিন্তু এই শহরটাকে যে এভাবে পাব, তা কখনও ভাবিনি। বিয়ের সমস্ত নিয়ম খুব মজা করে সবাই পালন করেছি। মাত্র ক'দিন হয় এসেছি এই বাড়িতে কিন্তু মনে হচ্ছে এটাই আমার বাড়ি। শ্বশুর-শাশুড়ির মতো ভাল মানুষ আর হয় না। আমার শাশুড়ির সুশিক্ষা ওঁকে দেখলেই বোঝা যায়। আচার-আচারণ থেকে শুরু করে আমায় আগলে নেওয়ার ক্ষমতা, এসব সুশিক্ষা আর ভাল মনের জোরেই। নিজের মায়ের মতোই আগলে রাখছেন আমায়।" 

 

মৌবনী আরও বলেন, "আজকের যুগের অনেক ছেলে-মেয়েকে দেখি, তাঁরা বিয়েতে বিশ্বাস করেন না। কিন্তু আমি বলব, সঠিক মানুষের সঙ্গে যদি জীবন শুরু করেন আপনারা, যদি সঠিক মানুষের সান্নিধ্যে আসতে পারেন, তাহলে এই বিষয়টা ইগনোর করতে পারবেন না। আমার মনে হয়, মেয়েরা যেহেতু নিজেদের সম্পর্ক বিভিন্ন অধ্যায়ে ভাঙেন তাই মেয়েদের এই বিষয়ে আরও সচেতন হতে হবে। যেমন, আমি এখন সদ্য বিবাহিতা, একটা সময় পর আমিও আমার শাশুড়ির জায়গায় থাকব। তাই আমরা মেয়েরা যদি নিজেদের চিন্তা-ভাবনাগুলো আরও উন্নত করতে পারি, তাহলে বোধহয় সুখের খোঁজে আফসোস করতে হয় না।" 

 


প্রসঙ্গত, জানা গিয়েছে মৌবনীর স্বামীর নাম সৌম্য‌। বিয়ের আসরেই মৌবনীর বর ঘটিয়ে ফেলেছিলেন এক কাণ্ড। বিয়ের দিনই হয় তাঁদের আংটি বদল। লাবুবু পুতুলের হাত থেকে আংটি পরেন মৌবনী। অর্থাৎ সৌম্য নিছক মজা করেই লাবুবু পুতুলের হাতে আংটি দিয়ে এনেছিলেন। যাতে বিয়ের আগেই বউয়ের সঙ্গে একটু রসিকতা করা যায়। সৌম্যর এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি এই নতুন বউ মৌবনীও। 

 


লাবুবু দেখতে বাচ্চাদের খেলনার মতো। কিন্তু তার চাউনিতেই যেন লুকিয়ে রয়েছে অশরীরী আতঙ্ক! হালফিলের নতুন ট্রেন্ড ‘লাবুবু’ পুতুল নিয়েই কয়েকদিন আগেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক। বহু মানুষের দাবি, এই পুতুল নিছকই খেলনা নয়, এই পুতুল অশুভ শক্তির প্রতীক!এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লাবুবু পুতুলের অদ্ভুত চেহারা। প্রথম দেখায় সাধারণ মনে হলেও, এর রহস্যময় হাসি, বড় বড় চোখ এবং চাহনি দেখে ভয় পাচ্ছেন অনেকেই। নেটদুনিয়া এখন পুরোদস্তুর ভূতের গল্পের আসরে পরিণত হয়েছে। মাঝরাতে পুতুলের ভৌতিক কার্যকলাপ থেকে শুরু করে অশুভ শক্তির উপস্থিতির দাবি, লাবুবু পুতুলকে ঘিরে উঠে আসছে এমনই সব হাড়হিম করা কাহিনি। তবে এই পুতুলকে শুভ বলেও মনে করেন অনেকে। তাই মৌবনীর সঙ্গে আংটি বদলের সময় এই পুতুল নিয়ে হাজির হয়েছিলেন সৌম্য।