সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী তথা জাদু সম্রাট পিসি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার। তাঁর  বিয়ের একাধিক ছবি, ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। বিয়ের দিন নতুন কনেকে একটি লাবুবু পুতুল উপহার দিয়েছেন মৌবনীর বেটার হাফ। আর তাই নিয়েই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। 

মৌবনীর বিয়ের সেই উপহার দেওয়ার যে ভিডিওগুলো বর্তমানে নেটমাধ্যমে দারুণ ভাইরাল সেগুলো কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানানোর বদলে, সকলেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, 'সবথেকে নেগেটিভ পুতুল একটা।' কারও মতে আবার, 'এটাই দেখার বাকি ছিল! শুভ কাজে নাকি লাবুবু ডল।' আরেক ব্যক্তি লেখেন, 'শুভ কাজে কখনও এই অভিশপ্ত পুতুল দেয়? কোনও বুদ্ধি নেই নাকি?' অনেকেই আবার প্রমাদ গুনছেন এই কাণ্ড দেখে। একাধিক নেটিজেনদের মতে, এঁদের 'কেস গেল।' কেন? কারণ লাবুবু পুতুলকে 'আনলাকি' বলে মনে করা হয়। কালা জাদুতে ব্যবহৃত হয়। কেবল লাবুবু নয়, সৌম্যকে নিয়েও নানা ধরনের কুমন্তব্য করা হচ্ছে। কখনও তাঁকে 'বয়স্ক', কখনও 'সুবিধার লাগছে না' বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। যদিও অনেকেই আবার এই নেতিবাচকতার বিরুদ্ধে কথা বলেছেন। নতুন দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন মৌবনী সরকার। বিয়েতে রানি রঙের বেনারসি, একই রঙের ওড়না, ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল শোলা এবং সোনার মুকুট। গা ভর্তি সোনার গয়না এবং ছিমছাম মেকআপে নজর কাড়েন পিসি সরকার কন্যা। জামাইকে এদিন হীরের আংটি দিয়ে বরণ করেন জাদু সম্রাট। মেয়েকে সম্রদানের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি এবং তাঁর স্ত্রী। সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মৌবনীর রিসেপশন। ২০২৪ সালের নভেম্বরে তিন মেয়ের জন্য পাত্র খুঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার। সেই বিজ্ঞাপন দেখে হইচই পড়ে যায় রীতিমত। সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই তাঁর এক মেয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। 

লাবুবু পুতুলকে কেন অভিশপ্ত মনে করা হয়? এর কোনও বাস্তব প্রমাণ বা ব্যাখ্যা নেই। তবে পুতুলটিকে প্রাচীন যুগের শয়তান পাজুজুর মতো দেখতে। তাই এটিকেও অভিশপ্ত বলে মনে করেন অনেকে। একাধিক নেটিজেন এই পুতুলের অস্বাভাবিক ভিডিও পোস্ট করেছেন যেখানে পুতুলগুলোকে একা নড়তে, হাঁটতে দেখা গিয়েছে। সেই থেকে আরও জোড়াল হয় এই ভাবনাচিন্তা। তবে লাবুবু পুতুলের নির্মাতারা জানিয়েছেন, এসবই ভুল ধারণা। এটি মোটেও অভিশপ্ত নয়। এটি আদতে ইউরোপিয়ান লোকগল্পের অংশ, যা দুষ্টু, কিন্তু অভিশপ্ত নয়।