করোনা পরর্বতী সময়, বা বলা ভাল সেই সময় থেকেই ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পায়। বর্তমানে তো প্রথম সারির অভিনেতা, পরিচালকরাও ওটিটিতে চুটিয়ে কাজ করছেন। অন্যদিকে বক্স অফিসে অধিকাংশ সময়ই দেখা যাচ্ছে যে ছবি ভাল ব্যবসা করতে পারছে না। বা দর্শকরা সেই ছবি কবে ওটিটি মাধ্যমে আসবে তার জন্য অপেক্ষা করে থাকছেন। এক্ষেত্রে কি তবে ওটিটি মাধ্যম বা অন্যান্য বিকল্প মাধ্যমগুলোকে বড়পর্দার প্রতিযোগী বলা যায়? নাকি দুই সমান্তরালভাবে চলতে পারে? এই বিষয়ে সদ্যই শহরের বুকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। তাতে অংশ নেন অভিনেত্রী মনামী ঘোষ, পরিচালক অভিজিৎ সেন, রাজা চন্দ এবং সৃজিত মুখোপাধ্যায়। 

'প্রজাপতি', 'টনিক' খ্যাত পরিচালক অভিজিৎ সেন বড়পর্দায় কাজ করার পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করছেন সমানতালে। 'সারেগামাপা', 'দিদি নম্বর ওয়ান'-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনা করেন তিনি। এই দুই মাধ্যমের মধ্যে কি কোনও প্রতিযোগিতা রয়েছে? সেই বিষয়ে অভিজিৎ বলেন, "আমি যখন ছবি বা শো পরিচালনা করি, আমার মূল উদ্দেশ্য থাকে যে আমার দর্শকরা কী চায়। সেটা মাথায় রেখেই গল্প বলি, সে মাধ্যম যাই হোক না কেন। ওয়েব মাধ্যমে কাজ করার সৌভাগ্য এখনও হয়নি। তবে বড়পর্দা এবং টেলিভিশনে আমি সমানভাবে কাজ করতে পারি। এটার জন্য আমি ঈশ্বর এবং টিমের সদস্যদের কাছে কৃতজ্ঞ। ওদের জন্যই আমি এতটা সময় টিভিতে দিয়েও, সিনেমা বানাতে পারি। ব্যালেন্স করি আমি। আমি ভীষণ ডেডিকেটেড একজন মানুষ। নিজের ২০০ শতাংশ দিয়ে কাজ করার চেষ্টা করি।" 

অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো অভিনেত্রীরা ইতিমধ্যেই ওটিটি মাধ্যমে কাজ করে ফেললেও মনামী ঘোষ ছোটপর্দা, বড়পর্দার পর ওটিটি মাধ্যমে কাজ করেননি। তবে তিনি বদলে বেছে নিয়েছেন অন্য দুটো মাধ্যম, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। মনামীর পুজোর গান মানেই হিট! তিনি এটিকে একটি বিকল্প মাধ্যম মনে করেন? এই বিষয়ে 'পদাতিক' খ্যাত অভিনেত্রী বলেন, "এটা নতুন বিকল্প মাধ্যম আমার কাছে কখনই ছিল না। সমান্তরাল মাধ্যম ছিল। 'ভিটামিন এ' এবং 'বেলাশুরু' দু'টো একই বছর, কম সময়ের ব্যবধানে রিলিজ করেছিল। ২০২২ সালে। আমি কিন্তু আমি দু'টোরই প্রচার করেছি সমানভাবে।" 

এদিন সৃজিত মুখোপাধ্যায়ও ছিলেন আলোচনা সভায়। তিনি স্পষ্টই জানিয়ে দেন ওটিটি মাধ্যম বড়পর্দার প্রতিযোগী নয় কখনই। বরং তাঁর মতে, আগে যদি ওটিটি থাকত, তবে তিনি তাঁর বেশ কিছু ছবি সিরিজ আকারে আনতেন। যেমন 'জুলফিকার', 'রাজকাহিনি', ইত্যাদি।