নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মোনালি ঠাকুরের সুরের জাদুতে মুগ্ধ সকলে। শুধু সুরেলা কন্ঠ নয়, পোশাক নিয়েও বেশ চর্চায় থাকেন গায়িকা। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে শিরোনামে উঠে এলেন মোনালি। রেগে মাঝপথে শো থেকে বেরিয়ে এলেন বাঙালি গায়িকা। কী এমন ঘটল তাঁর সঙ্গে? কেনই বা মঞ্চ ছাড়লেন তিনি?

সম্প্রতি বারাণসীতে শো করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। সেখানেই মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে যান গায়িকা। পরে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। আয়োজকদের উপর রাগ উগড়ে দিয়ে ভিডিও পোস্ট করেন শিল্পী। যা নিমেষে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে মোনালিকে ওই অনুষ্ঠানের অব্যবস্থার কথা উল্লেখ করতে দেখা গিয়েছে। আসলে কনসার্টের চরম বিশৃঙখলা দেখে 'হতাশ' হন মোনালি। আয়োজকদের রীতিমতো ‘অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে তুলোধনা করেন গায়িকা। তিনি স্পষ্ট জানান, অনুষ্ঠানের ওই অব্যবস্থাপনার জেরেই বাধ্য হয়ে শো মাঝপথে ছেড়ে চলে যান তিনি। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dalimss News (@dalimss_news)