নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মোনালি ঠাকুরের সুরের জাদুতে মুগ্ধ সকলে। শুধু সুরেলা কন্ঠ নয়, পোশাক নিয়েও বেশ চর্চায় থাকেন গায়িকা। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে শিরোনামে উঠে এলেন মোনালি। রেগে মাঝপথে শো থেকে বেরিয়ে এলেন বাঙালি গায়িকা। কী এমন ঘটল তাঁর সঙ্গে? কেনই বা মঞ্চ ছাড়লেন তিনি?
সম্প্রতি বারাণসীতে শো করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। সেখানেই মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে যান গায়িকা। পরে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। আয়োজকদের উপর রাগ উগড়ে দিয়ে ভিডিও পোস্ট করেন শিল্পী। যা নিমেষে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মোনালিকে ওই অনুষ্ঠানের অব্যবস্থার কথা উল্লেখ করতে দেখা গিয়েছে। আসলে কনসার্টের চরম বিশৃঙখলা দেখে 'হতাশ' হন মোনালি। আয়োজকদের রীতিমতো ‘অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে তুলোধনা করেন গায়িকা। তিনি স্পষ্ট জানান, অনুষ্ঠানের ওই অব্যবস্থাপনার জেরেই বাধ্য হয়ে শো মাঝপথে ছেড়ে চলে যান তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dalimss News (@dalimss_news)
মোনালির কথায়, "আমি এবং আমার টিম এখানে পারফর্ম করতে পেরে খুব উত্তেজিত ছিলাম। কিন্তু পরিস্থিতি এমন হয় যে একরাশ হতাশা নিয়ে ফিরেছি। শোয়ের পরিকাঠামো, ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলার নেই। এটা তো আয়োজকদের দায়িত্ব। মঞ্চে যে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সমস্ত টাকা চুরি হয়ে যেত। দেখে তো মনে হচ্ছিল ওটাই তাদের লক্ষ্য ছিল।'
এখানেই শেষ নয়, মোনালি আরও অভিযোগ করেন, "আমি বারবার বলেছিলাম গোড়ালিতে আঘাত লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা ছিলেন তাঁরাও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। ওরা আমাকে শান্ত থাকতে বলে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। " মাঝপথে শো না করে বেরিয়ে আসার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
মোনালির কথায়, "আমি আপনাদের সবার কাছে জবাবদিহি করতে বাধ্য। আপনারা আমার জন্য টিকিট কেটে এখানে এসেছেন। সুতরাং এসবের জন্য আপনারা আমার কাছে জবাবদিহি চাইতে পারেন। কিন্তু আমি দুঃখিত যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে। তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসব। আশা করি, এর চেয়ে ভালো একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো"