নিজস্ব সংবাদদাতা: ৫০-এ পা দিয়ে নিজেকে আজও রঙিন করে রেখেছেন মীর আফসার আলী। দর্শক-শ্রোতাদের বিনোদন জোগাতে আজও তাঁর জুড়ি মেলা ভার। ৫০ তম জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন মীর। এই বিশেষ দিনে ঘটে গেল তাঁর সঙ্গে বিস্ময়কর ঘটনা!

 


জন্মদিনটা কলকাতায় কাটিয়েই ছুটে গিয়েছিলেন দিল্লিতে। সেখানেও চলল দেদার সেলিব্রেশন। কারণ মীর পৌঁছে গিয়েছিলেন এড শিরানের দিল্লির কনসার্টে। ১৫ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সেখানেই পৌঁছে গিয়েছিলেন মীর। বিশেষ দিনটি আরও বিশেষ করে তোলার জন্যই তিনি ব্রিটিশ পপস্টারের শোয়ের সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলেন তিনি গুরগাঁওয়ে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে শিরানকে নিয়ে শ্রোতা-অনুরাগীদের উন্মদনার সাক্ষী হয়ে রইলেন তিনিও। 

 

সেই মুহূর্তই মীর তুলে ধরেছেন সমাজমাধ্যমে। তিনি জানান, তাঁর পরিবারের তরফেই উপহার হিসেবে তাঁকে এড শিরানের দিল্লির কনসার্টে পাঠানো হয়েছে। তাই আপনজনদের ধন্যবাদ জানাতে ভোলেননি। সমাজমাধ্যমে মীরের ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবিতে তিনি যে শিরানের কত বড় ভক্ত তা প্রমাণ করেছেন।