নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী গোটা দেশ জুড়েই নানাভাবে পালন করা হয়। সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিশেষ দিনটি কীভাবে পালন করলেন টলি অভিনেত্রীরা? নিজের হাতে গোপালকে সাজিয়ে ভোগ নিবেদন থেকে শুরু করে কৃষ্ণের অষ্টত্তর শতনাম জপলেন মিমি থেকে সন্দিপ্তা, শ্রুতিও।
নিজের বাড়িতেই পুজোয় আয়োজন করলেন মিমি চক্রবর্তী। নিজের হাতে সাজালেন দেবতাকে। সঙ্গী তাঁর পোষ্যও। বরাবরই ভগবানে বিশ্বাসী অভিনেত্রী। নিজের হাতে লক্ষ্মী পুজো করতেও দেখা যায় তাঁকে। এবার গোপাল আরাধনায় ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
আজও দর্শকের কাছে তিনি পরিচিত 'মিঠাইরানী' হিসেবেই। পর্দার মতো বাস্তবেও সৌমিতৃষা পরিচিত কৃষ্ণ ভক্ত বলে। জন্মাষ্টমীতে গোপালের বিগ্রহকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এদিন মন্দিরে গিয়ে পুজোও দিলেন তিনি।
বাড়িতেই ঘরোয়া আয়োজনে জন্মাষ্টমী পালন করলেন রূপসা মুখোপাধ্যায়। নিজের হাতেই সাজালেন ঠাকুরের আসন। প্রসাদে দিলেন দই, চকোলেট। বাড়ির ঠাকুর ঘরে থেকে গোপালের সঙ্গে ছবি তুলে এদিন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রূপসা। জানিয়েছেন জন্মাষ্টমীর শুভেচ্ছাও।
কাজের সূত্রে এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন সন্দীপ্তা সেন। কেরালার ওয়েনাডে রয়েছেন তিনি। তাই বাড়ির বাইরে থেকেও, সামান্য আয়োজনে গোপালের জন্মদিন পালন করলেন তিনি।