এবারের মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। রুদ্ধশ্বাস সেমি ফাইনাল এবং ফাইনালে রীতিমত তাক লাগিয়েছেন রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌররা। আর সেই উপলক্ষ্যে ৮ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেটের বিশ্বকাপ টিমের অন্যতম খেলোয়াড় রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির তরফে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিজ্ঞতা জানিয়ে কী লিখলেন অভিনেত্রী?
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রিচা ঘোষ এবং মিমি চক্রবর্তীর একটা কানেকশন রয়েছে, দু'জনেই উত্তরবঙ্গের মেয়ে। একজন শিলিগুড়ির, আরেকজন জলপাইগুড়ির। এদিন তাই রিচার সংবর্ধনার অনুষ্ঠানে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার ভার পড়ে মিমি চক্রবর্তীর কাঁধেই। শুধু তাই নয়, সেখানে গান গেয়েও শোনান মিমি। তাঁকে রবীন্দ্রসঙ্গীত 'আমারও পরাণ যাহা চায়' গাইতে শোনা যায়। যদিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়াক করে জানান যে তিনি গান গাওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।
এদিন গোটা অনুষ্ঠানের অভিজ্ঞতা জানিয়ে মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামের পাতায় লেখেন, 'কী দুর্দান্ত একটা গর্বের, গৌরবের রাত। সমস্ত লেজেন্ডরা উপস্থিত ছিলেন এদিন, যাঁরা অনুষ্ঠানটি দেখেছেন তাঁরা জানেন প্রতিটি মুহূর্ত গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল।' তিনি এদিন সিএবি প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। তাঁর পোস্টে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝুলন গোস্বামীর কথাও।
রিচাকে বাহবা দিয়ে এদিন মিমি লেখেন, 'আমাদের সোনার মেয়ে রিচা ঘোষ। আমাদের বিশ্বকাপজয়ী, এই মুহুর্তের এবং আগামী দিনের তারকা।'
প্রসঙ্গত এদিন রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মান দিল রাজ্য সরকার। ইডেনে সিএবির সংবর্ধনা মঞ্চে এই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্রীড়া দফতর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হল ডিএসপির চাকরি। তাঁর হাতে তুলে দেওয়া হয় সোনার চেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির তরফ থেকে দেওয়া হয় সোনার ব্যাট-বল এবং ৩৪ লক্ষ টাকার চেক। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা, সেই কারণেই এই পরিমাণ অর্থ দেওয়া হল তাঁকে। এছাড়াও দেওয়া হয় একটি ক্রিস্টালের স্মারক, উত্তরীয়, ফুলের স্তবক এবং মিষ্টি।
মিমি চক্রবর্তীর এই পোস্টে তাঁকে কুর্নিশ জানিয়েছেন তাঁর বন্ধু তথা সহকর্মী সোহম মজুমদার। তিনি এদিন এই পোস্টে লেখেন, 'তুমিও অনেকের কাছে অনুপ্রেরণা। তুমি যে সফরটা পার করেছ বা করছ সেটার জন্য অনেক সাহস লাগে। তুমি আরও অনেককে পথ দেখিয়েছ।'
