Tollywood: কেউ বৃন্দাবন, কেউ হালিশহর, কেউ শহরেই রংমিলন্তি! কেমন কাটল টলিউডের দোল?
হালিশহরে হোলি
ছুটি পেলেই রাজ চক্রবর্তী সপরিবার হালিশহরে। নিজের বাড়িতে। সেখানেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইউভানকে নিয়ে দেদার দোলখেলা। কখনও রাজ-শুভশ্রী একান্তে নিজেদের মধ্যে আবির ছড়িয়েছেন। কখনও ছেলেকে নিয়ে। বাবার মতোই ছেলেও সেজেছিল সাদা পাজামা-পাঞ্জাবিতে। প্রত্যেকের গলায় গাঁদার মালা। রংখেলা পর্ব মিটতেই দেদার খানাপিনার আয়োজন।
বৃন্দাবন টু কলকাতা
একপ্রস্থ বৃন্দাবনে দোল খেলেছেন। মায়ের সঙ্গে রঙের উৎসবের আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। বাঁদরের বাঁদরামিতে কম নাজেহাল হতে হয়নি। দ্বিতীয় প্রস্থ দোল মিমি চক্রবর্তী খেললেন নিজের বাড়িতে। বন্ধু অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেনকে নিয়ে। খেলতে খেলতে রীতিমতো মারপিট! কে, কাকে কতটা রং মাখাতে পারেন— এই নিয়ে।
স্বস্তিকা যখন শ্রীরাধিকা
বৃন্দাবনে এই নায়িকাও গিয়েছিলেন। শাড়ি পরে যেন জীবন্ত শ্রীরাধা! প্রত্যেকের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন। সেখান থেকেই অনুরাগীদের রঙিন শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে পথপশুদের জন্যও দরবার করেছেন। কেউ যাতে রং দিয়ে তাদের উপরে অকারণ অত্যাচার না করে।
