বয়স কম তাই জীবনের অভিজ্ঞতা তেমন না হলেও প্রেমের ক্ষেত্রে অভিজ্ঞতা তাঁর মোটেই কম নয়। টলিউডে পা দিয়েই প্রথম ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা। টিআরপি তালিকায় তাঁর ধারাবাহিক বেশ উপরেই থাকে। প্রথম ধারাবাহিকেই নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, তবে সেই কথা নায়ক বা নায়িকা কখনওই প্রকাশ্যে আনেননি। 

 

 

 

 

সমাজমাধ্যমে একসঙ্গে নাচের ভিডিও থেকে শুটিংয়ের মাঝে সময় কাটানো, সবটাই চলছিল বেশ ভালই, যদিও নায়কের প্রাক্তন প্রেমিকার সঙ্গে তখন বিয়ের দিন ক্রমশই এগিয়ে আসছিল। এর মধ্যেই নায়ক তাঁর পুরনো প্রেমিকাকে ভুলে নতুন প্রেমিকার প্রেমে পড়েন। যার টের তিনি পেতে দেননি একেবারেই। পুরনো প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ এবং অনস্ক্রিন নায়িকার সঙ্গে দূরত্ব একসঙ্গেই ঘটে। বাড়তে থাকে নায়ক নায়িকার মধ্যে দূরত্ব, কথাও বন্ধ থাকে মাঝে। এরমধ্যেই নায়িকা প্রেমে পড়েন ছোটপর্দার আরেক অভিনেতার। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও সে আবার পার্শ্বচরিত্রে বেশ জনপ্রিয়। 

 

 

আরও পড়ুন: 'পার্বতী'কে কি মনের কথা বলতে পারবে সোম? নাকি অকালেই হাতছাড়া হবে ছোটবেলার প্রেম?

 

এই প্রেমের কথাও একেবারেই প্রকাশ্যে আসতে দেননি নায়িকা। অন্যদিকে অনস্ক্রিন নায়কের সঙ্গে দূরত্ব ক্রমশই বাড়ছে, নতুন প্রেমিকার সঙ্গে হঠাৎ করেই আইনি বিয়ে সারেন নায়ক। সেই বিয়েতে কিছুতেই উপস্থিত থাকেননি নায়িকা। তাতে যেন আরও স্পষ্ট হয় তাঁদের গোপন সম্পর্কের কথা। পর্দার ভিলেন হয়ে ওঠেন নায়কের জীবনের আসল নায়িকা। অনেকেই ভেবেছিলেন নায়িকা আসলে পুরনো সবকিছু ভুলে গিয়েছেন। কিন্তু এত সহজে কী সব কিছু ভোলা যায়? ধারাবাহিকে নায়ক-নায়িকার রসায়ন দেখানো হলেও একে অপরের সঙ্গে সেই সময় কথা বন্ধ। যদিও কাজে তার প্রভাব ফেলতে দেননি নায়ক বা নায়িকা কেউই। 

 

 

 

এবার পুরনোকে ভুলে নায়িকা মজলেন নতুন প্রেমে। এই প্রেমিক অভিনেতা বাস্তবে মানুষটা বেশ ভাল, বয়সের ক্ষেত্রেও একে অপরের থেকে খুব বেশি ছোট বা বড় নন। লুকিয়ে সবার চোখের আড়ালে তাঁদের প্রেম ভালই চলছিল। তবে সমাজমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়ার কারণে তাঁদের প্রেম প্রকাশ্যে চলে আসে। তাই একইদিনে একই জায়গা থেকে সমাজমাধ্যমে নিজেদের ছবি ভাগ করেন তাঁরা। এত সহজে কি আর অনুরাগীদের চোখ এড়িয়ে থাকা যায়! ব্যাস এক মুহূর্তে তাঁদের প্রেমের কথা ধরে ফেলেন অনুরাগীরা। 

 

 

 

একই স্টুডিওতে ভিন্ন ধারাবাহিকে শুটিং করতে করতেই আসলে একে অপরের সঙ্গে আলাপ, এরপর প্রেম। তবে নায়িকা স্থির হওয়ার মানুষ নন, ভাল মনের মানুষ পেয়েও কিছুতেই যেন মনকে স্থির করতে পারছিলেন না তিনি। এর ফলে যা হওয়ার ঠিক তাই হল। দূরত্ব বাড়ল দু'জনের মধ্যে, সেখান থেকেই বিচ্ছেদ। তবে প্রেম বা বিচ্ছেদ কোনও সময়ই নিজেদেরকে সকলের সামনে আনেননি কেউই। 

 

 

 

এই বিচ্ছেদের পর আবার নতুন প্রেমে সেই নায়িকা, নিজের সমাজমাধ্যমে নতুন প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট না করলেও, প্রেমিকের প্রোফাইল থেকে তাঁদের দু'জনের নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি চোখ এড়াইনি নায়িকার অনুরাগীদের। নতুন প্রেমিকের সঙ্গে বেশ মিষ্টি মুহূর্তে দেখা গেল নায়িকাকে। যদিও তিনি বাস্তবে নিজের প্রেমের কথা কখনই স্বীকার করেন না। তবে আবার লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন ছোটপর্দার এই নায়িকা।