বলিউডে আবার ফিরছে জন আব্রাহাম অভিনীত জনপ্রিয় ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের ছবির দায়িত্ব তিনি দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক ভাব ধুলিয়াকে। জন এবার চান 'ফোর্স' ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে গড়ে তুলতে—যেখানে থাকবে দেশি আবেগ, সঙ্গে টানটান অ্যাকশন ও থ্রিলারের জমাট মিশেল। তাই বেশ ঝাড়াই- বাছাই পর্বের পর এবার চূড়ান্ত হল ছবির নায়িকার নামও।

 

শিল্প মহলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’-এর মতো দক্ষিণী ছবিতে অভিনয় করে জনপ্রিয় হওয়া মীনাাক্ষী চৌধুরী এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন এই ‘ফোর্স ৩’-এর হাত ধরেই। বহু অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন ও ভাব দু’জনেই তাঁকে লক করেছেন। শুধু গ্ল্যামার কোশেন্ট বাড়াতে নয়, এই ছবিতে মীনাাক্ষী থাকবেন একেবারে অ্যাকশন-প্যাকড চরিত্রে। জানা যাচ্ছে, আগামী কয়েক মাস ধরে তিনি এই চরিত্র ফুটিয়ে তোলার প্রস্তুতি নেবেন, অ্যাকশন ওয়ার্কশপে অংশ নেবেন, যাতে চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

 

সূত্রের খবর, নভেম্বর ২০২৫-এই শুটিং ফ্লোরে নামছে ‘ফোর্স ৩’। বর্তমানে জোরকদমে চলছে প্রি-প্রোডাকশন। এই ছবির কাজ শুরুর আগে পরিচালক রোহিত শেঠির সঙ্গে রাকেশ মারিয়া বায়োপিক-এর কাজ শেষ করবেন জন। অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই জন পুরোপুরি মন দেবেন 'ফোর্স' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬-এর প্রথমার্ধে।

 

প্রসঙ্গত, জন ইতিমধ্যেই বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’-এর রাইটস কিনে নিয়েছেন। এবার তিনি চেয়েছেন গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে—যেখানে থাকবে দেশের সঙ্গে যুক্ত এক সম্পর্কিত ও শক্তিশালী দ্বন্দ্ব। এই ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকে জড়িত জন, তাই স্বভাবতই 'ফোর্স ৩' নিয়ে যারপরনাই স্পর্শকাতর জন। তাই তিনি নিজেই পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

 

সব মিলিয়ে, বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন-তারকা জন আব্রাহামের সঙ্গে মীনাাক্ষী চৌধুরীর জুটি ইতিমধ্যেই রীতিমতো কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—‘ফোর্স ৩’-এ কেমন চমক দেখান এই নতুন নায়িকা এবং কীভাবে জন ফিরিয়ে আনেন ফ্র্যাঞ্চাইজির পুরনো স্বাদ।