এক সময় বলিউডের নয়া প্রজন্মের উজ্জ্বলতম তারকাদের অন্যতম ছিলেন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন আচমকাই থেমে গিয়েছিল তাঁর জীবন। খুব তাড়াতাড়িই চলে গিয়েছিলেন তিনি! এমন এক সময়, যখন সামনে ছিল আরও অনেক পথ, আরও অনেক গল্প। তবু জীবন থেকে বিদায় নেওয়ার আগে সুশান্ত রেখে গিয়েছিলেন অগণিত স্মৃতি আর কিছু গভীর জীবনবোধ, যা আজও তাঁর অনুরাগীঈদের কাছে সমানভাবে অনুপ্রেরণার। তাঁর মৃত্যু নিয়ে আজও নানা জলঘোলা হয়। অনেকের মতে বলিউডের রাজনীতির শিকার হয়েছিলেন তিনি, তাই অকালেই নাকি এই হাল হয়েছিল সুশান্তের।‌

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা মনোজ বাজপেয়ী জানান, তিনি নাকি সুশান্তকে সাবধান করেছিলেন। তিনি সুশান্তের সঙ্গে কাটানো পুরোনো দিনগুলোর কথা স্মরণ করে এক বিস্ফোরক সত্যি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি নিয়ে তিনি আগেই সতর্ক করেছিলেন সুশান্তকে। বলেছিলেন, "নিজের চামড়া মোটা করো, নাহলে এই মানুষগুলো তোমায় মেরে ফেলবে।"

 

মনোজ বাজপেয়ী ও সুশান্ত সিং রাজপুত একসঙ্গে 'সোনচিড়িয়া' সিনেমায় অভিনয় করেছিলেন। তাই খুব কাছ থেকে সুশান্তকে চিনেছিলেন মনোজ। সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "কেউ জানে না ওর সঙ্গে ঠিক কী হয়েছিল। আমরা সবাই নিজের তো করে কিছু না কিছু ভেবে ফেলেছি। আমি ওর সঙ্গে কাজ করেছি, তাই এটুকু বলতে পারি ও পাগল ছিল না।"

 

অভিনেতা আরও বলেন, "ওর অনেককিছুর প্রতি  আগ্রহ ছিল। ওকে দেখতাম সব সময় বই পড়তে। ওর বুদ্ধি ছিল খুব‌। আমি সত্যিই জানি না সুশান্তের সঙ্গে ঠিক কী হয়েছিল, এমনকী সিবিআই পর্যন্ত এর কিনারা করতে পারেনি। ওর মৃত্যুটা নাড়া দিয়ে গিয়েছে আমায়। আমি প্রায় তিন মাস এর থেকে বেরতে পারিনি। হয়তো খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না আমাদের, তবুও ওর মৃত্যুটা খুব মানতে খুব কষ্ট হয়েছিল।"