নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। 

 


মা ও ছেলের গল্প বলবে এই ছবি। তা স্পষ্ট হয়েছে টিজারেই। কিন্তু ছবিতে ফুটে উঠবে শিবপ্রসাদ-শ্রাবন্তীর প্রেম। শুধু প্রেম নয়, প্রেমের অন্তরঙ্গ মুহূর্ত থেকে বিচ্ছেদ সবটাই স্পষ্ট হল ছবির নতুন গানে। মুক্তি পেল অনুপম রায়ের লেখা, সুরে এবং কণ্ঠে 'আমার বস'-এর নতুন গান 'মালা চন্দনে'। 

 


গানে ফুটে উঠল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মিষ্টি প্রেম। প্রেম পরিণতি পায় সাতপাকে। দু'জনের রোম্যান্সে গানের সুর যেন আরও মধুর হয়ে ওঠে। এক সময় প্রেমে আসে যুক্তি-তর্কের হিসাব। আলাদা হয় দু'জনের পথ। কী হবে শেষ পরিণতি? যদিও এই উত্তর মিলবে ছবির গল্পে।

 


প্রসঙ্গত, 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।