বলিউডে দীর্ঘ কেরিয়ারে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন শাহরুখ খানের ‘পরদেশ’ ছবিখ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী। নিজের কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই বরাবরই লাইমলাইটে থেকেছেন মহিমা, এবার আলোচনার কেন্দ্রে তাঁর মেয়ে আরিয়ানা। তবে সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু, আরিয়ানা কি খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন? এ নিয়েই মুখ খুললেন মহিমা।

 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানালেন, অন্তত এখনই বলিউডে আসছেন না তাঁর মেয়ে। তাৎক্ষণিক কোনও ডেবিউয়ের পরিকল্পনা নেই। তবে এখানেই শেষ নয়। মহিমার স্বীকারোক্তি, তিনি চাইবেন তাঁর মেয়ে একদিন ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হোক। কারণ সিনেমা ও সৃজনশীলতার প্রতি আরিয়ানার ভালবাসা যথেষ্ট প্রবল।

 

সম্প্রতি ‘নাদানিয়া’-এর প্রিমিয়ারে মায়ের সঙ্গে উপস্থিত হয়ে বেশ নজর কাড়েন আরিয়ানা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এমনকি অনেকে তাঁকে সেলেনা গোমেজের সঙ্গেও তুলনা করতে শুরু করেন। সাদা পোশাকে স্নিগ্ধ উপস্থিতি মন জয় করে নিয়েছিল অসংখ্য অনুরাগীর। তবে সব জল্পনাকে খানিকটা বিরতি দিয়ে মহিমা জানিয়ে দিলেন এই মুহূর্তে ক্যামেরার সামনে আসার পরিকল্পনা নেই আরিয়ানার। ফলে তাঁকে বড়পর্দায় দেখতে হলে ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতেই হবে।

 

অন্যদিকে, মহিমা চৌধুরীর কেরিয়ার এখনও সক্রিয়। ১৯৯৭ সালে সুভাষ ঘাই পরিচালিত ছবি ‘পরদেশ’-এর মাধ্যমে বলিউডে পা রাখা মহিমা পরপর ‘দিল কয়া করে’, ‘খিলাড়ি ৪২০’, ‘বাগবান’, ‘ইমার্জেন্সি’, ‘নাদানিয়া’–সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ ছবিতে, যেখানে সঞ্জয় মিশ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

 

 

তাই বলাই যায়, মহিমা এখনও দাপুটে, আর তাঁর মেয়েকে ঘিরে উত্তাপ যেন আরও বাড়ছে ধীরে ধীরে। তবে আপাতত অপেক্ষাই ভরসা।