সংবাদ সংস্থা মুম্বই: “টেনিস ভাল খেলত, কিন্তু আমার সঙ্গে খেলাটা ঠিক ছিল না!” — এক সময় লিয়েন্ডার পেজের বিরুদ্ধে মহিমা চৌধুরীর বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠেছিল আসমুদ্রহিমাচল ভারত। বলিউডে প্রেম আর ব্রেকআপ—এই দু’য়ের কাঁধে ভর করেই যেন চলে বহু সেলেব-জীবনের চর্চা। শাহরুখ খানের ‘পরদেশ’ ছবি দিয়ে যাঁর বলিউডে ধূমকেতুর মতো উত্থান হয়েছিল, সেই মাহিমা চৌধুরী-এর জীবনেও এক সময় নেমে এসেছিল বিতর্কের ঝড়—আর তার কেন্দ্রে ছিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

 

তিন বছরের প্রেম, মাঠে মাহিমার উপস্থিতি, ক্যামেরায় ধরা পড়া ঘনিষ্ঠ মুহূর্ত—সব কিছুই যেন বলছিল এক বলিউড-স্টাইল লাভস্টোরি। কিন্তু ২০০৩-এ হঠাৎ সেই সম্পর্ক ভেঙে গেল। আর তারপরই সামনে এলো বিস্ফোরক অভিযোগ— “লিয়েন্ডার পেজ আমার পিছনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেই মানুষটি ছিলেন রিয়া পিল্লাই!” তবে এখানেই শেষ নয়। মাহিমার অভিযোগ ছিল, শুধু তাঁর সঙ্গেই নয়, লিয়েন্ডার পরে রিয়া পিল্লাই-র সঙ্গেও নাকি একই রকম আচরণ করেছিলেন—যিনি আবার একসময় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-এর প্রাক্তন স্ত্রী ছিলেন।

 

এক পুরনো সাক্ষাৎকারে লিয়েন্ডারের উদ্দেশ্যে মহিমা বলেছিলেন, “ও ভাল টেনিস খেলোয়াড় হতে পারে, কিন্তু আমার সঙ্গে খেলাটা ঠিক করেনি। যখন জানলাম সে আমার পেছনে অন্য কাউকে ডেট করছে, তখন আমি খুব চমকে খেয়েছিলাম। কিন্তু ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর... আমার জীবনে কোনও প্রভাব পড়েনি। বরং আরও পরিণত হয়ে উঠি।”

 

সেলেব-ব্রেকআপ তো কম হয়নি বলিউডে, কিন্তু মহিমা-লিয়েন্ডারের কেসটা আজও রয়ে গেছে এক বিস্মৃত কিন্তু কৌতূহলোদ্দীপক অধ্যায় হিসেবে—যেখানে প্রেম, বিশ্বাসভঙ্গ আর তিক্ততা মিলেমিশে তৈরি করেছে এক বড়সড় বিতর্ক।