সংবাদ সংস্থা মুম্বই: ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমাটি আমির খানের নামের সঙ্গে সেই কেরিয়ারের শুরু থেকেই জুড়ে গেছে। তবে সেই পারফেকশ করার চক্করে আমির নিজের অজান্তেই অনেক সময় সহকর্মীদের পক্ষে হয়ে উঠেছিলেন দুর্বিষহ! একথার অন্যতম প্রমাণ মহেশ ভাটের ‘গুলাম’ ছবি ছেড়ে বেরিয়ে যাওয়া!
এক সাক্ষাৎকারে অভিনেতা দীপক তিজোরি জানালেন, পরিচালক মহেশ ভাট আমির খানের অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতাই মেনে নিতে পারেননি। তিজোরির কথায়, “আমি শুনেছিলাম ভাট স্যর ‘গুলাম’ ছেড়ে দিয়েছেন। তিনি নাকি বলেছিলেন, ‘মেরে সে নেহি হো পায়েগা, আমির কো ঝেল নেহি সকতা ম্যায়’” অর্থাৎ, “আমার দ্বারা আর হচ্ছে না, আমিরকে আমি আর সামলাতে পারছি না!” এই ঘটনার পরই সেই ছবির পরিচালনার দায়িত্ব নেন বিক্রম ভাট। তখন ছবির শুটিং চলেছে প্রায় দু’বছর!

এর আগেও এই প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে মহেশ ভাট জানিয়েছিলেন, “আমি ইচ্ছে করেই গুলাম ছবিটা ছেড়ে দিই। আমিরকে বলেছিলাম—ছবি আমার জীবনে এত গুরুত্বপূর্ণ নয় যে তার জন্য আমি পুরো জীবন উৎসর্গ করব। আমি মিথ্যে বলতে পারব না! ” তাঁরা দু’জনে অবশ্য এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘দিল হ্যায় কি মানতা নেহি’ ও ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-তে। অন্য একটি সাক্ষাৎকারে ভাট বলেছিলেন, “‘দিল হ্যায় কি মানতা নেহি’-তে আমির তাঁর টুপি নিয়ে দশ ঘণ্টা আলোচনা করেছিলেন। এতটাই সিরিয়াস পারফেকশনিস্ট।”আরও একটি পুরনো সাক্ষাৎকারে মহেশ ভাট-কে বলতে শোনা গিয়েছিল,“ ‘গুলাম’-এর অভিজ্ঞতা আমার কাছে আনন্দদায়ক ছিল না। যখন কেউ তাঁর মেধার ভারে নিজেই চাপা পড়েন, তখন সেই বোঝা চারপাশের লোকজনকেও টানতে হয়। সীমিত বাজেটের মধ্যে ছবি করতে গেলে সেটা সত্যিই কঠিন।”
আরও পড়ুন: এক ফ্রেমে আমির খান এবং মহেন্দ্র সোনি! এবার কি বলিউডে পা রাখছে এসভিএফ?
 
  
প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা গেছে 'সিতারে জমিন পার' ছবিতে, যা ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই ১৫৪ কোটির বেশি আয় করেছে।
প্রসঙ্গত, বলিউডের কাল্ট ক্লাসিক কমেডি ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল এবার সত্যিই বাস্তব হতে চলেছে। আর সেই সুখবর দিলেন ছবির মূল অভিনেতা আমির খান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পরিচালক রাজকুমার সন্তোষী এই মুহূর্তে ছবির এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন এবং সব কিছু ঠিকঠাক চললে খুব তাড়াতাড়ি শুরু হতে পারে ‘আন্দাজ আপনা আপনা ২’-র শুটিং।সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর ও রবিনা ট্যান্ডনের জমাটি ও মজাদার রসায়ন, চমকে দেওয়া সংলাপ আর বুদ্ধিদীপ্ত রসিকতা—সব মিলিয়ে ছবিটি পেয়েছে কাল্ট তকমা। এবার সেই ছবির সিক্যুয়েলের খবরে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা।
শুধু তাই নয়, আমির খান ইঙ্গিত দিয়েছেন আরও বড় একটি সম্ভাবনার—তিনি নিজে, শাহরুখ খান ও সলমন খানকে একসঙ্গে বড়পর্দায় আস্তে পারেন! আমির জানিয়েছেন, তিনজনেই এই প্রজেক্টে আগ্রহী, কিন্তু অপেক্ষা চলছে এমন একটি চিত্রনাট্যের, যা তাঁদের জনপ্রিয়তা ও তারকা-মর্যাদার মানদণ্ডে সঠিক নির্ধারণ করতে পারে। “আমি দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কী ধরনের ছবি তাঁরা আমাদের তিনজনকে একসঙ্গে দেখতে চান। অধিকাংশই কমেডি ছবি চেয়েছেন। আমিও মনে করি, যদি একসঙ্গে আসতে হয়, তবে মজাদার, হালকা ছবি-ই হওয়া উচিত” বলেছেন আমির।
