নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় বেশ ভালই ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'। সপ্তাহের শেষে তাই হাসিমুখেই দেখা যায় ধারাবাহিকে নায়ক-নায়িকাকে। কিন্তু অনস্ক্রিন তাঁদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়।
গল্পের নিত্যনতুন মোড়ে 'মহারাজ' আর 'পূজারিণী'র সম্পর্ক যেন একটু একটু করে গড়ে উঠছে। মনের কথা একে অপরকে বলে ওঠে হয়নি তাদের। তবুও যেন দু'জন, দু'জনের প্রতি এক অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে। যতই ঝড় আসুক, একে অপরকে আগলে রেখেছে তারা। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে 'উড়ান'-এর নতুন প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে, 'প্রিয়াঙ্কা'কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে 'সোমনাথ'। বিয়ের পাকা কথা বলার আগেই 'পূর্ণিমা' ও বাড়ির সকলের সামনে 'প্রিয়াঙ্কা'র আসল রূপ ফাঁস করে দিতে চায় 'মহারাজ'। 'সোমনাথ' বাধা দিতে এলে, 'মহারাজ' 'পূর্ণিমা'কে বলে, সে 'প্রিয়াঙ্কা' আর 'সোমনাথ' দু'জনের মুখোশই খুলে দেবে। কিন্তু হঠাৎ চিন্তার ছাপ দেখা যায় 'পূজারিণী'র চোখে মুখে। আসল সত্যটা সবার সামনে আনতে পারবে কি 'মহারাজ'? এই কঠিন সময়ে কীভাবে 'মহারাজ'-এর পাশে দাঁড়াবে 'পূজারিণী'? উত্তর মিলবে 'উড়ান'-এর মহাপর্বে।
কিছুদিন আগে 'পূজারিণী'কে সি এ পাশ করানোর জন্য উঠেপড়ে লেগেছিল 'মহারাজ'। একের পর এক শিক্ষকদের পড়ানোর জন্য বাড়িতে আনলেও 'পূজারিণী' কোনও না কোনও ছল করে ওই শিক্ষকদের তাড়িয়ে দিচ্ছিল। কারণ সে 'মহারাজ'-এর কাছেই পড়তে চায়। এর মধ্যেই ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি আবারও উঠে আসে। খুনের দায়ে জড়িয়ে পড়েছিল 'মহারাজ'। কিন্তু আসল সত্যটা কী? তা এখনও জানতে পারেনি 'পূজারিণী'। গল্পের নতুন মোড়ে 'প্রিয়াঙ্কা' আর 'সোমনাথ'-এর মুখোশ খোলার সঙ্গে কি উঠে আসবে পুরনো কোনও কাহিনি? এখন এই উত্তরের অপেক্ষায় দর্শক।
