মুম্বই পুলিশ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক কোটি টাকার প্রতারণা মামলায় লুকআউট সার্কুলার জারি করেছে। অভিযোগ, তারকা-দম্পতি তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর নামে বিনিয়োগের চুক্তি দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, পুলিশ এখন শিল্পা এবং রাজের ভ্রমণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। সংস্থার অডিটরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই দম্পতি তাঁদের ব্যবসা বাড়ানোর নাম করে তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নেন। কিন্তু সেই টাকা আসলে ব্যক্তিগত খরচে ব্যবহার করেন। আরও অভিযোগ, তাঁরা টাকা ঋণ হিসেবে নিলেও পরে সেটিকে বিনিয়োগ হিসাবে দেখানো হয়, যাতে ট্যাক্স বাঁচানো যায়।

কোঠারির দাবি, তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ১২% বার্ষিক সুদ-সহ টাকা ফেরত দেওয়া হবে এবং ২০১৬ সালের এপ্রিলে শিল্পা ব্যক্তিগতভাবে লিখিত গ্যারান্টিও দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই শেট্টি সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন।

ব্যবসায়ী আরও জানান, পরে তিনি জানতে পারেন যে ওই কোম্পানির বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা ইতিমধ্যেই চলছিল, যার বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।

শোনা গিয়েছিল, বন্ধ হয়ে যাচ্ছে শিল্পার বাস্টিয়ান রেস্তরাঁ। সেই জল্পনার মাঝে শিল্পা শেট্টি অবশেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন। ভিডিওয় ফোনালাপের সময় তাকে শোনা যায় বলতে, “না, আমি বাস্টিয়ান বন্ধ করছি না, প্রতিশ্রুতি দিচ্ছি।”

শিল্পা একটি দীর্ঘ নোটে লিখেছেন, ‘বান্দ্রার বাস্টিয়ান ছিল আমাদের গাছের শিকড়, যার নাম বাস্টিয়ান হসপিটালিটি। যেমন একটি গাছ নতুন ফল ধরে, তেমনই আমাদের প্রিয় বান্দ্রা রেস্তোরাঁ জায়গা করে দিচ্ছে এক নতুন অধ্যায়ের—‘আম্মাকাই’। এখানে থাকবে দক্ষিণ ভারতীয় এবং ম্যাঙ্গালোরিয়ান খাবার, যা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে আমার শিকড়ের কাছে। আপনাদের প্রিয় বাস্টিয়ান আসছে জুহুতে, নতুন নামে— বাস্টিয়ান বিচ ক্লাব। তাই চিন্তার কিছু নেই, বাস্টিয়ান থাকছে, কোথাও যাচ্ছে না! এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পূর্ণ কৃতিত্ব আমার ভাই, অংশীদার এবং আমাদের প্রতিষ্ঠানের সিইও রণজিত বিন্দ্রার, যার দক্ষতা এবং আবেগ এত বড় পরিসরে আমাদের হসপিটালিটির ব্যবসাকে এক নতুন রূপ দিচ্ছে।’

বিতর্ক যেন কোনও ভাবেই পিছু ছাড়ে না রাজ-শিল্পার। এবার লুকআউট নোটিশ জারি হওয়ার নতুন করে বিপাকে তারকা-দম্পতি।