লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ রণমূর্তি এল প্রকাশ্যে। হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে নামা এক প্রাক্তন বিপ্লবীর গল্প বলতে আসছে অস্কারজয়ী নায়ক!

 

"বম্বের খাপ সাবধানে আটকে না করলে বিস্ফোরণে উড়ে যেতে পার!"—এই সংলাপেই শুরু লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন ছবি 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার'-এর দ্বিতীয় ট্রেলার। আর তাতেই গোটা ট্রেলারে ছড়িয়ে পড়ল রুদ্ধশ্বাস উত্তেজনা!

 

ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও সম্প্রতি প্রকাশ করল বহু প্রতীক্ষিত 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার' ছবির দ্বিতীয় ট্রেলার। পরিচালক পল থমাস অ্যান্ডারসনের সঙ্গে এই এক্সপেরিমেন্টাল পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারে প্রথমবার জুটি বাঁধলেন 'টাইটানিক' ছবিখ্যাত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

 

ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন 'বব ফার্গুসন' নামে এক প্রাক্তন বিপ্লবী, যে হঠাৎ করেই হারিয়ে যাওয়া নিজের মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েন। সেই যাত্রায় সে সাহায্য চায় পুরনো বিপ্লবী সাথীদের থেকে, যাঁরা কেউ কেউ এখনও অস্ত্র হাতে লড়াই চালিয়ে যাচ্ছে, কেউ বা হয়ে উঠেছে সমাজের ছায়ায় হারিয়ে যাওয়া চরিত্র।

 

ছবিটি মূলত টমাস পিঞ্চনের বিখ্যাত উপন্যাস 'ভিনল্যান্ড'-এর অনুপ্রেরণায় তৈরি। তবে এখানে গল্পটা ব্যক্তিগত আবেগ আর বিপ্লবের সংঘাতে গড়ে উঠছে এক নতুন মাত্রায়।

 

ট্রেলারের একদম শুরুতেই ফার্গুসন বলেন, “আমি একটা ক্লোজড সার্কিট তৈরি করছি। বোমার খাপটা সাবধানে বন্ধ করে রাখতে হয়, না হলে দুর্ঘটনাবশত বিস্ফোরণে উড়ে যেতে পার।” এরপর এক ঝাঁক মানুষের বন্দুক হাতে ছুটে যাওয়া, এক গর্ভবতী নারীর গুলি চালানো, আর ফার্গুসন ও তাঁর সঙ্গীদের সেই দৃশ্য দেখে করতালি দেওয়া—সব মিলিয়ে ট্রেলার এক বিশাল ধাক্কা দেয় দর্শকের মনে।

 

ছবির সঙ্গে জুড়েছেন আরও কিছু প্রথম সারির নাম—রেজিনা হল, তেয়ানা টেলর, চেজ ইনফিনিটি ও বেনিসিও ডেল তোরো। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে, আর প্রত্যেকের উপস্থিতিই ট্রেলারে উত্তেজনা বাড়িয়েছে কয়েক গুণ।

 

যদিও সূত্রর খবর, ছবিটি এবারের কোনও আন্তর্জাতিক ফেস্টিভ্যালে যাচ্ছে না, কারণ মুক্তির দিন (২৫ সেপ্টেম্বর, ২০২৫) ফ্যাল ফেস্টিভ্যাল সিজনের সঙ্গে ক্ল্যাশ করছে। তবে সম্ভাবনা আছে যে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যাল-এ এটি প্রথম প্রদর্শিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা আসেনি।

 

শেষ কথা? ডিক্যাপ্রিও মানেই যেকোনও লড়াই অন্যরকম—আর এই ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’-এ সে লড়াইটা নিখাদ ব্যক্তিগত, কিন্তু পটভূমিতে আছে বিস্ফোরক রাজনীতি। প্রেক্ষাগৃহে এই যুদ্ধের সাক্ষী হতে হলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে!

 

অন্যদিকে, বর্তমানে ডিক্যাপ্রিওর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এগোচ্ছে নেটফ্লিক্স। এক প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী , গত কয়েক বছর ধরেই ডিক্যাপ্রিও চাইছেন ক্যাপ্টেন প্ল্যানেট-কে পর্দায় ফিরিয়ে আনতে। তিনি নিজেই ২০০৮ সালে তৈরি করেছিলেন দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন, যার উদ্দেশ্য ছিল পৃথিবীর শেষ অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ও মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য ফিরিয়ে আনা। তাঁর ফাউন্ডেশন ইতিমধ্যে ৩৫টিরও বেশি পরিবেশবান্ধব প্রকল্পে সহায়তা করেছে বিশ্বজুড়ে। ফলে এই শো-এর সঙ্গে তাঁর জড়িয়ে পড়া নিছক প্রযোজনার দায়িত্ব নয়, এটি এক আদর্শবাদী সংযুক্তি।

 

 এই মুহূর্তে 'ক্যাপ্টেন প্ল্যানেট' সিরিজের কোনও কাস্টিং ঘোষণা হয়নি। ডিক্যাপ্রিও নিজেই এই সুপারহিরো সিরিজের মুখ্যচরিত্রে অভিনয় করবেন কি না, তা এখনও অনিশ্চিত। নেটফ্লিস্কও এখনও আনুষ্ঠানিক রিলিজ ডেট জানায়নি, তবে চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে।