‘ধুরন্ধর’-এ নেই ভিকি!

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে নাকি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির চরিত্রেই ফিরছেন ভিকি কৌশল! এমনই এক অবিশ্বাস্য গল্প এই মুহূর্তে ঘুরছে ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন পরিচালক ঘনিষ্ঠ একটি সূত্র। এ বিষয়ে পরিচালকের খুব কাছের একজনের স্পষ্ট বক্তব্য,“ভিকি কৌশল বা ‘উরি’ -এই দু’য়ের কোনওটাই ‘ধুরন্ধর’-এর অংশ নয়। এই ধরনের কথা কোথা থেকে ছড়াচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের কৌতূহল ও উত্তেজনা আমরা বুঝতে পারি। কিন্তু এগুলো আসলে ফ্যানদের তৈরি জল্পনা ও কল্পনা। মিডিয়ার উচিত নয় এমন ভিত্তিহীন, অবাস্তব অনুমানকে খবর হিসেবে পরিবেশন করা।”

সব মিলিয়ে স্পষ্ট, ‘ধুরন্ধর’ ঘিরে ভিকি কৌশল বা ‘উরি’ চরিত্রের প্রত্যাবর্তনের খবর নিছকই গুজব, যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।


ফস্কে গেল!  

অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় ছবি হোমবাউন্ড। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা আজ প্রকাশিত হল। তবে দুঃখের খবর, ভারতের অফিসিয়াল এন্ট্রি নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ জায়গা করে নিতে পারেনি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিকে ঘিরে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে পিছিয়ে পড়ল ভারত।

এবছর বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পাওয়া ছবিগুলির তালিকায় রয়েছে: 
ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’,
ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’,
নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’,
স্পেনের ‘সিরাত’
এবং তিউনিশিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’।

মনোনয়ন ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ‘হোমবাউন্ড’-এর প্রযোজক করণ জোহর। ছবির একাধিক দৃশ্যের কোলাজ শেয়ার করে তিনি লেখেন, “গর্বিত!!!! তোমার আলোয় নিজেকে আলোকিত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ” করণ জোহরের সেই পোস্টের উত্তরে আবেগঘন বার্তায় নীরজ ঘেওয়ান লেখেন,“ধন্যবাদ, করণ! তুমি সবসময় শক্ত ভরসা হয়ে পাশে থেকেছ। তোমাকে ছাড়া এতদূর আসা সম্ভব হত না। ভালবাসা রইল!”

সব মিলিয়ে, অস্কারের মঞ্চে ‘হোমবাউন্ড’ জায়গা না পেলেও, ছবিকে ঘিরে নির্মাতা-প্রযোজকের পারস্পরিক সম্মান ও ভালোবাসার মুহূর্ত নজর কাড়ল সিনেপ্রেমীদের।


‘হ্যাপি’ হৃতিক 

কমেডিয়ান-অভিনেতা বীর দাসের পরিচালনায় প্রথম ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ঘিরে প্রশংসার ঝড়। এবার সেই তালিকায় নাম লেখালেন স্বয়ং হৃতিক রোশন। স্পাই চরিত্রে নিজেও যিনি বলিউডে আলাদা পরিচিতি তৈরি করেছেন, সেই হৃতিকই সোশ্যাল মিডিয়ায় বীর দাসকে অভিনন্দন জানিয়ে তাঁর পরিচালন দক্ষতার উপর জোরালো আস্থা রাখলেন।

এই ক্যাপার কমেডিতে বীর দাসকে দেখা যাচ্ছে এক ব্রিটিশ নাগরিকের ভূমিকায়, যাকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গোয়ার এক দুষ্কৃতী গ্যাংয়ের ভিতরে ঢুকে তদন্ত করার দায়িত্ব দেয়। হাসাহাসি, রহস্য আর টানটান চিত্রনাট্যের মেলবন্ধনেই তৈরি হয়েছে ‘হ্যাপি প্যাটেল’।ছবি দেখার পর নিজের প্রতিক্রিয়া ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে হৃতিক লেখেন,“হ্যাপি প্যাটেল দেখে দারুণ মজা লাগল। অভিনন্দন, বীর। অবিশ্বাস্য রকমের বোকামি-ভরা হাস্যরসকে এত শক্তপোক্ত চিত্রনাট্যের সঙ্গে মিশিয়ে দেওয়ার আইডিয়াটা ভীষণ উপভোগ্য!”

হৃতিকের এই প্রশংসার উত্তরে আবেগ ধরে রাখতে পারেননি বীর দাসও। রিপ্লাইয়ে তিনি লেখেন,“হৃতিক, প্রত্যেক কমেডি-প্রেমী আর প্রথমবার ছবি পরিচালনা করা মানুষ যেন তোমার মতো একজন তারকাকে পাশে পায়। তুমি পর্দায় জাদু সৃষ্টি করো, আর সেই জাদুর আলো আমাদের মতো ছোট, বোকাসোকা স্পাইদের গায়েও এসে পড়ে। ধন্যবাদ।”