নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের নভেম্বর মাসে 'মিঠিঝোরা'র পথ চলা শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। 

 


রাই-অনির্বাণের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছে। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের সঙ্গে সুখ খুঁজে নিয়েছে তাঁরা। জনপ্রিয়তা পেয়েছে স্রোত ও সার্থকের জুটিও। নিলু ও ক্রান্তিকেও কিছুদিনের মধ্যেই আপন করে নিয়েছেন সকলে। রাই-অনির্বাণের জীবনে এসেছে তাঁদের নতুন সদস্য। গল্পের বিভিন্ন মোড়ে যদিও দূরত্ব বেড়েছে রাই-অনির্বাণ এবং স্রোত ও সার্থক জুটির মধ্যে। 

 

 

কিন্তু শেষের দিন ঘনিয়ে এসেছে 'মিঠিঝোরা'র। এই সপ্তাহেই দেখানো হবে অন্তিম পর্ব। কিন্তু কীভাবে শেষ হবে এই ধারাবাহিক? এই নিয়ে চিন্তায় দর্শক মহল। রাইয়ের মনের মেঘ কি কাটবে? অনির্বাণের আচরণে মন ভেঙে যাওয়া রাই আবার জীবনের দিকে তাকিয়ে কি ঘুরে দাঁড়াবে? কেমন হবে নীলু-ক্রান্তির আগামী জীবন?
সব প্রশ্নের উত্তর অপেক্ষা করে আছে এই শেষ সাত পর্বে!

 

তবে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ দিনের শুটিং। জানা যাচ্ছে, পুরো পরিবারের মিল দেখিয়ে তবেই শেষ হবে এই মেগা। অর্থাৎ ঠিক যেমন হাসিখুশি পরিবারের গল্প দেখিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক, ঠিক তেমনভাবেই ইতি টানবে।