প্রাক্তনকে ভুলে, নতুন সূচনা করেছেন নাগা চৈতন্য। সামান্তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন নাগার্জুন পুত্র। তবে চর্চায় রয়েই গিয়েছে সামান্থা-নাগা প্রসঙ্গ! এবার শোনা যাচ্ছে, ডিভোর্সের পর নাকি কাজ পাচ্ছেন না সামান্থা।!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একসময়ে একের পর এক হিট ছবির নায়িকা ছিলেন। তবে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর কেরিয়ার থমকে গেছে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি এবিষয়ে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মাঞ্চুর মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়েছে। ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি' ছবির প্রচারে এসে লক্ষ্মীর বক্তব্য ছিল, “একজন সুপারস্টারের প্রাক্তন স্ত্রী এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। কিন্তু ডিভোর্সের পর যেসব প্রজেক্ট তাঁর হাতে ছিল, সেগুলো ফিরিয়ে নেওয়া হয়েছে। চারপাশের লোকজন নানা কথা বলছে। তিনি এখন ভাল কাজের অপেক্ষায় আছেন। আমি নাম নিতে চাই না।”
তিনি কি সামান্থার কথাই বলছেন? সরাসরি এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন, “আপনারা হয়তো ভাবছেন আমি সামান্থার কথা বলছি। কিন্তু শুধু একজন নন, একাধিক সুপারস্টারের ডিভোর্স হয়েছে। আমি সবার সঙ্গেই যোগাযোগ রাখি। আমার আসল বক্তব্য হলো একজন পুরুষের জীবনে ডিভোর্স খুব একটা পরিবর্তন আনে না। কিন্তু নারীদের ক্ষেত্রে বিয়ে, সন্তান, সংসারের দায়িত্ব সবই চাপিয়ে দেওয়া হয়। আমাদের কেউ স্বাধীনভাবে বাঁচতে দেয় না, সেই স্বাধীনতার জন্য লড়তে হয় আমাদেরকেই।”

বলিউডে নিজের রাজত্ব তৈরি করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামান্থাকে গোটা ভারত চিনেছে ‘পুষ্পা’ ছবির ‘উ অন্তাওয়া’ গানে তাঁর নাচ দেখার পরে। আরও বেশি করে চিনেছে তাঁর ব্যক্তিগত জীবনের কঠিন সমস্যা পেরিয়ে মূলস্রোতে ফেরার যুদ্ধ জয়ের পরে। ২০১৭ সালে সামান্থা ও নাগা চৈতন্য বিয়ে করেন। চার বছর পর ২০২১ সালে তাঁদের ডিভোর্স হয়। আর বিবাহবিচ্ছেদের পরে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। তারপরেই মায়োসাইটিস নামক বিরল রোগ ধরা পড়ে তাঁর। নিজের শরীর ও মনের খেয়াল রাখতে এক বছরের বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে।
যদিও লক্ষ্মী মাঞ্চু কোনও নাম নেননি। কিন্কু তাঁর মন্তব্যের পর নেটিজেনরা ধরে নিয়েছেন তিনি সামান্থার কথাই বলেছেন। অনেকে বলছেন, ডিভোর্সের পর থেকে সামান্থার হাতে তেমন বড় প্রজেক্ট আসেনি। আবার অনেকে মনে করছেন, অসুস্থতার কারণে তিনি কাজ থেকে দূরে ছিলেন। এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি সামান্থা।
উল্লেখ্য, ২০২৩ সালে সামান্থার 'শকুন্তলা' ও 'খুশি' দুটি ছবি মুক্তি পায়। আগামী দিনে নেটফ্লিক্সেপ 'রক্ত ব্রহ্মাণ্ডঃ দ্যা ব্লাডি কিংডম' নামের একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে।
