সংবাদসংস্থা মুম্বই: ‘কৃষ ৪’-এর ঘোষণা হয়েছিল বছর ১২ আগেই। তবে এরপর নানা কারণে আটকে গিয়েছে ছবির কাজ। গত বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল কৃষ সিরিজের এই চার নম্বর ছবির পরিচালকের আসনে আর দেখা যাবে না পরিচালক রাকেশ রোশনকে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করে নিয়েছিলেন খোদ রাকেশ।
‘কৃষ ৪’ ছবি নিয়ে কাটছেই না জট। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। কথা ছিল,রাকেশ ও হৃতিক রোশনের প্রযোজনায় ‘কৃষ ৪’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত এই পরিচালকের এই ছবিতে সহ-প্রযোজকের দায়িত্ব পালনেরও কথা ছিল। কিন্তু ছবির বাজেট ৭০০ কোটি ছুঁয়ে ফেলছে দেখে সেই ঝুঁকি নিতে নাকি নারাজ সিদ্ধার্থ আনন্দ।
তাই এবার পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হৃতিক রোশন। 'কৃষ ৪'-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। সূত্রের খবর, ছবিটি ২০২৬-এর শুরুতে শুটিং ফ্লোরে যাবে।
