নিজস্ব সংবাদদাতা: বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা কারওর অজানা নয়। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'র শুটিং সেট থেকেই শুরু হয় জুটির প্রেম। তাঁদের সম্পর্কের সঙ্গে জুড়েছে বনি-কৌশানী দু'জনের পরিবারই। বনির মা পিয়া সেনগুপ্তর সঙ্গে কৌশানীর মিষ্টি রসায়ন নজর কাড়ে অনুরাগীদের। 

 

 

 

 

কৌশানীর মা মারা যাওয়ার পর, মায়ের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন পিয়া সেনগুপ্ত। ক'দিন আগেই কৌশানীর জন্মদিনের পুরো দায়িত্ব প্রায় একাই সামলেছেন। হবু বউমার পছন্দের পদ রান্না করেও এদিন খাইয়েছিলেন। এবার কৌশানীর পালা। 

 

 

 

সোমবার পিয়ার জন্মদিন। রবিবার রাত ১২টায় জন্মদিনের প্রথম কেক কেটেছেন তিনি। ছেলে বনি সেনগুপ্তর আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে মধ্যরাতেই পালন হয়েছে তাঁর জন্মদিন। এদিন উপস্থিত ছিলেন কৌশানীও। হবু শাশুড়ি মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। সমাজমাধ্যমে পিয়ার কেক কাটার ভিডিও ভাগ করে এক রাশ শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, 'শুভ জন্মদিনে সুপারমম। তোমার সুস্থতা কামনা করি ও অনেক ভালবাসা রইল তোমার জন্য।' 

 

 

 

 

কৌশানীর সঙ্গে যে পিয়ার সম্পর্ক বেশ মিষ্টি তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। দুই পরিবারকে সঙ্গে নিয়ে নিজেদের ভাল থাকার ছোট ছোট মুহূর্তদের এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বনি-কৌশানী।