নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'র আদলে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'। মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ছবিতে থাকতে পারেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়।

 

ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। জানা যাচ্ছে, কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। চলছে জোরকদমে কাজ। সমাজমাধ্যমে শুটিং কেমন চলছে তা নিয়ে সাম্প্রতিক খবর দিলেন কৌশানী। রোদে পুড়ে বেহাল অবস্থা নায়িকার। জানালেন, টানা ৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছেন তিনি। আর বাকি সময়টা শুটিং করে কেটেছে। 

টলিপাড়ার অন্দরে চর্চা চলে, সৃজিত নাকি খুব কড়া পরিচালক। যতক্ষণ না পর্যন্ত কোনও দৃশ্য তাঁর মনের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিনেতাদের 'রিটেক' চলে। যদিও পরিচালকের সেটে কাজের পাশাপাশি হাসিমজাও চলে বলে খবর। তবে এই মুহূর্তে ছবির কাজ এগোনোর তাগিদে টানা শুটিং করছেন সৃজিত।