ফের পর্দায় আসছেন কোয়েল মল্লিক। দর্শকদের উপহার দেবেন নতুন ছবি। নাম ‘স্বার্থপর’। তৃতীয়ায় মুক্তি পেল মোশন পোস্টার। ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। প্রথম ঝলক থেকেই তা স্পষ্ট।
কোয়েলকে দেখা গেল একেবারে আটপৌরে সাজে। তাঁর পরনে লাল পাড় ঘিয়ে শাড়ি। দু’হাতে জ্বলজ্বল করছে লাল পলা। আভাস মিলছে, নায়িকার চরিত্রটি পর্দায় ধরা দেবে নিখাদ ঘরোয়া চালে। ছবিতে কোয়েলের দাদার চরিত্রে থাকছেন কৌশিক সেন। পোস্টারে দেখা যাচ্ছে, দাদার কপালে পরম স্নেহে ফোঁটা দিচ্ছে বোন। আর আবহে কোয়েলের কণ্ঠস্বরে ভেসে আসছে, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/যমের দুয়ারে পড়ল কাঁটা’। ছবিটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। গল্প লিখেছেন সন্দীপ ভট্টাচার্য। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
বিগত কয়েক বছরে রহস্যধর্মী ছবির হাত ধরেই পর্দায় এসেছেন কোয়েল। গোয়েন্দা রূপে ধরা দিয়েছেন দর্শকের কাছে। বক্স অফিসে সাফল্যও পেয়েছেন। তবে এবার স্বাদ বদল করতে পারিবারিক গল্প বেছে নিয়েছেন নায়িকা। ‘স্বার্থপর’-এর পরতে পরতে জড়িয়ে থাকবে আবেগ, সম্পর্কের টানাপোড়েন। যা হয়তো সব বাড়িরই না-বলা আখ্যান। দীর্ঘ সময় পর আবারও ‘ঘরের মেয়ে’ হয়ে ধরা দেবেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। ছবির মোশন পোস্টার অন্তত তেমনই আভাস দিচ্ছে।
